প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৫ ১৮:১২ পিএম
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে আজ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা তিনদিন চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহীসহ দেশের বিভাগের কোথাও কোথাও ভারী হতে পারে।
তাছাড়া অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। সেইসঙ্গে ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
মঙ্গলবার (১৭ জুন) আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা এসব তথ্য জানান।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও রাজশাহীসহ এসব অঞ্চলের বড় বড় নদীগুলোর পানি বৃদ্ধি পেতে পারে, তবে বিপৎসীমা অতিক্রম করবে না।
বন্যা পূর্বাভাস ও সতর্ককীরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, চট্টগ্রাম বিভাগের মুহরি, হালদা ও গোমতী নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। গোমতী, মুহুরী, ফেনী, সাঙ্গু ও মাতামুহুরী নদীর অববাহিকায় কাল মাঝারি-ভারী থেকে ভারী এবং দ্বিতীয় ও তৃতীয় দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদীসমূহের পানি সমতল আগামী তিনদিন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে; আগামী ৭২ ঘণ্টায় ফেনী জেলার মুহরি নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।
তিনি জানান, সিলেট বিভাগের সারি গোয়াইন নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে; তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অববাহিকায় আগামী একদিন মাঝারি থেকে ভারী এবং দ্বিতীয় ও তৃতীয় দিন মাঝারি-ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ নদীর পানি সমতল আগামী তিনদিন পর্যন্ত বাড়তে পারে। আগামী ৭২ ঘণ্টায় সিলেট জেলার সারিগোয়াইন নদী, সুনামগঞ্জ জেলার যাদুকাটা নদী ও নেত্রকোণা জেলার সোমেশ্বরী নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। তাছাড়া সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে; নদীসমূহের পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে; তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। এই অববাহিকায় আগামী একদিন পর্যন্ত মাঝারি থেকে ভারী এবং দ্বিতীয় ও তৃতীয় দিন মাঝারি-ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তিস্তা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যা আগামী ২ দিন পর্যন্ত স্থিতিশীল থাকতে পারে, তৃতীয় দিন বাড়তে পারে।
অপরদিকে ব্রহ্মপুত্র-যমুনার পানি সমতল হ্রাস পাচ্ছে। আগামী একদিন পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। দ্বিতীয় ও তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে ও পরবর্তী ২ দিন পানি বাড়তে পারে। তবে তা বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। গঙ্গা-পদ্মার পানিও সমতল স্থিতিশীল আছে। তা আগামী পাঁচদিন পর্যন্ত স্থিতিশীল থাকতে পারে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।