প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫ ১০:৪৯ এএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৫ ১১:২৪ এএম
ছবি : সংগৃহীত
জলবায়ু পরিবর্তন ও সংরক্ষণ প্রতিবেদন এবং আলোচনা দক্ষতা উন্নয়নে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হচ্ছে আজ। শনিবার (১১ জানুয়ারি) কক্সবাজারের হিমছড়ি জাতীয় উদ্যানের নিসর্গ কমিউনিটি সেন্টারে কর্মশালাটি হবে। কর্মশালায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি থেকে ৪০ জনের অধিক সাংবাদিক অংশগ্রহণ করবেন।
যুক্তরাজ্য সরকারের ডিপার্টমেন্ট ফর এনার্জি সিকিউরিটি অ্যান্ড নেট জিরো (ডিইএসএনজেট) এবং ক্লাইমেট অ্যাম্বিশন সাপোর্ট অ্যালায়েন্স (কাসা)-এর সহযোগিতায় বাংলাদেশে প্রকল্প বাস্তবায়নে নেতৃত্ব দেওয়া ন্যাচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নিকম) ও জলবায়ু পরিবর্তন অনলাইন নিউজ পোর্টাল দ্য ক্লাইমেট ওয়াচ ‘স্ট্রেনদেনিং দ্য নেগোসিয়েটর্স : এমপাওয়ারিং বাংলাদেশি স্টেকহোল্ডার্স ইন দি ইউএনএফসিসিসি নেগোসিয়েশনস' প্রকল্পের আওতায় এ কর্মশালা আয়োজন করেছে।
কর্মশালার মূল লক্ষ্য সাংবাদিকদের এমন জ্ঞান, দক্ষতা ও সরঞ্জামে সজ্জিত করা, যা বাংলাদেশের জাতীয় জলবায়ু অগ্রাধিকারকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরতে সাহায্য করবে। এটি অংশগ্রহণকারীদের ইউএনএফসিসিসি কাঠামো, আন্তর্জাতিক জলবায়ু আলোচনা প্রক্রিয়া, অভিযোজন, প্রশমন, ন্যায়সঙ্গত রূপান্তর, জলবায়ু অর্থায়ন, ক্ষতি ও ক্ষতিপূরণ এবং জেন্ডার মেইনস্ট্রিমিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে গভীর ধারণা দেবে।
সাংবাদিকদের এ জ্ঞান দিয়ে সজ্জিত করার মাধ্যমে কর্মশালাটি তাদের বাংলাদেশের জলবায়ু চ্যালেঞ্জ ও সফলতার ওপর আরও কার্যকরভাবে প্রতিবেদন তৈরি করতে, আন্তর্জাতিক সমর্থনের জন্য জোরালোভাবে প্রচার চালাতে এবং বৈশ্বিক জলবায়ু আলোচনায় জাতির কণ্ঠ শক্তিশালী করার জন্য একটি সংহত গল্প তৈরিতে অবদান রাখতে সহায়তা করবে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নিকমের নির্বাহী পরিচালক এস এম মঞ্জুরুল হান্নান খান। এতে প্রধান অতিথি থাকবেন ব্রিটিশ হাইকমিশন ঢাকার ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের জলবায়ু ও পরিবেশবিষয়ক উপদেষ্টা ড. এএসএম মারজান নূর।
কর্মশালার বিভিন্ন সেশনে আলোচনা করবেন সাংবাদিক ও দ্য ক্লাইমেট ওয়াচের লিড রিসার্চার শাহনেওয়াজ রিটন, দ্য ডেইলি পিপলস ভিউর নির্বাহী সম্পাদক সালেহ নোমান, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ব্যুরো চিফ শামসুদ্দিন ইলিয়াস, স্বতন্ত্র সাংবাদিক ও আইভিএলপি অ্যালামনাই এএসএম সুজা উদ্দিন, ড. এসএম মঞ্জুরুল হান্নান খান এবং নিকমের আঞ্চলিক সমন্বয়ক মো. শফিকুর রহমান।