× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমনক্ষেতে কারেন্ট পোকা রয়েছে ইঁদুরের উপদ্রবও

জিয়াউর রহমান, নেত্রকোণা

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪ ১৭:৪৯ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৪ ১৭:৫৫ পিএম

আমনক্ষেতে কারেন্ট পোকা রয়েছে ইঁদুরের উপদ্রবও

কৃষকের ক্ষেতজুড়ে এখন আমন ধান। এরই মধ্যে ধান পাকতে শুরু করেছে। ধারণ করছে সোনালি রঙ। আর তা দেখে কৃষকের চোখে-মুখে ফুটে উঠেছিল আনন্দের ছাপ। কিন্তু এতে বাধা হয়ে দাঁড়িয়েছে সর্বনাশা কারেন্ট পোকা। নানা কীটনাশক ব্যবহার করেও কৃষকরা এ পোকার আক্রমণ রোধ করতে পারছেন না। ফলে তাদের মুখে এখন হাসির বদলে হতাশার ছায়া।

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকদের আমনক্ষেতে কারেন্ট পোকার আক্রমণের এমন চিত্র দেখা গেছে। শুধু তাই নয়, কারেন্ট পোকার পাশাপাশি আমনক্ষেতে বেড়েছে ইঁদুরের উৎপাতও। চোখের সামনে সোনার ফসল পোকা আর ইঁদুরের আক্রমণে ক্ষতিগ্রস্ত হতে দেখে দিশাহারা হয়ে পড়েছেন কৃষক।

স্থানীয় উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, এ বছর উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মোট ২০ হাজার ৩৫০ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ করা হয়েছে।

সরেজমিনে গতকাল সংশ্লিষ্ট এলাকা ঘুরে দেখা গেছে, হাওরের ফসলের মাঠে যেদিকেই চোখ যায়, বাতাসে দুলছে আমন ধানের শিষ। এরই মধ্যে কিছু জমিতে দেখা গেছে কারেন্ট পোকা ও ইঁদুরের আক্রমণ। কারেন্ট পোকার আক্রমণে ক্ষেতের সতেজ ধানগাছগুলো লালচে হয়ে মরে শুকিয়ে মাটিতে পড়ে যাচ্ছে। কিছু কিছু জমিতে পাকা ধানের গাছ কেটে ক্ষতি করছে ইঁদুর।

স্থানীয় কৃষকরা জানান, এ বছর ভালো ফলনের আশা করছিলেন তারা। কিন্তু হঠাৎ করে আমনক্ষেতে কারেন্ট পোকার আক্রমণে ধানগাছ শুকিয়ে যাচ্ছে। জমির চিটা ধানগাছ মাটিতে লেপ্টে যাচ্ছে। কারেন্ট পোকা ও ইঁদুরের আক্রমণের ফলে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন কমে যাওয়ার আশঙ্কার কথা জানান কৃষকরা।

উপজেলার মাসকা ইউনিয়নের আউজিয়া বাইগনি গ্রামের কৃষক আবু সাদেক বলেন, আমাদের এলাকার অধিকাংশ আমনক্ষেতে কমবেশি পোকার আক্রমণ হয়েছে। এ ছাড়া ইঁদুরের উপদ্রবও আছে। কৃষি কর্মকর্তা ও স্থানীয় কীটনাশক ব্যবসায়ীদের পরামর্শ নিয়ে জমিতে বিভিন্ন রকমের ওষুধ দেওয়া হলেও তা প্রতিরোধ করা যাচ্ছে না।

উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বিপ্রবর্গ গ্রামের শিক্ষক মাইন উদ্দিন বলেন, আমি দুই একর জমিতে আমন ধান চাষ করেছি। এর মধ্যে প্রায় এক একর জমিতে পোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে ধানগাছ শুকিয়ে মাটিতে লেপ্টে পড়ছে। জমির ধান শুরুতে ভালোভাবেই বেড়ে উঠেছিল। কিন্তু এখন শেষ সময়ে এসে পোকার আক্রমণ দেখা দেওয়ায় দুশ্চিন্তায় পড়ে গেছি। এ অবস্থা চলতে থাকলে ফসলের মারাত্মক ক্ষতি হয়ে যাবে।

এ ব্যাপারে কান্দিউড়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইয়াসিন মিয়া বলেন, আমরা সরেজমিনে ঘুরে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শসহ ওষুধ লিখে দিচ্ছি। পাশাপাশি ইঁদুর আক্রান্ত জমিগুলোতে বিলি কেটে দেওয়ার জন্যও কৃষকদের পরামর্শ দিচ্ছি। এতে পোকা ও ইঁদুরের আক্রমণ অনেকটাই কমে যাবে। কেন্দুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার বলেন, উপজেলার কিছু কিছু এলাকায় পোকার আক্রমণের কথা শুনেছি। কারেন্ট পোকা মূলত বাদামি গাছফড়িং প্রজাতির। গাছের গোড়া থেকে রস চুষে নেয়। ফলে গাছ শুকিয়ে মাটিতে লেপ্টে পড়ে। প্রতিটি এলাকায় আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে কাজ করছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। এতে উৎপাদনে তেমন একটা প্রভাব পড়বে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা