× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লোকসানে বন্ধ ঘোষণা কৃষিপণ্য স্পেশাল ট্রেন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ২০:৩৪ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ২০:৪১ পিএম

লোকসানে বন্ধ ঘোষণা কৃষিপণ্য স্পেশাল ট্রেন

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে চালু হওয়া কৃষিপণ্য স্পেশাল ট্রেন বন্ধ ঘোষণা করা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে কম খরচে পণ্য পরিবহনের জন্য চালু করা ট্রেনটি প্রথম যাত্রার পরই বন্ধ করে দেওয়া হলো। 

বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার (২ নভেম্বর) ট্রেনটি দ্বিতীয় দিনের মতো কৃষিপণ্য নিয়ে যাত্রার কথা থাকলেও, তার আগেই অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলওয়ে কর্মকর্তারা জানান, গত ২৬ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে যাত্রা শুরু করে ‘কৃষিপণ্য স্পেশাল’ ট্রেন। সপ্তাহে এক দিন অর্থাৎ প্রতি শনিবার ট্রেনটি রহনপুর-ঢাকা রুটে চলাচল করার কথা ছিল। কিন্তু গত শুক্রবার রাতে রেলওয়ে নিয়ন্ত্রণ কক্ষ থেকে ট্রেনটি আর চলবে না বলে জানিয়ে দেওয়া হয়। ট্রেনটির প্রথম যাত্রায় চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে কোনো কৃষিপণ্য পায়নি। খালি ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

রেলওয়ের (পশ্চিমাঞ্চল) চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস বলেন, ট্রেনটি চালুর পর কৃষক বা কৃষিপণ্য ব্যবসায়ীদের তেমন সাড়া পাওয়া যায়নি। আমরা তাদের সঙ্গে কথা বলে জেনেছি তারা ট্রেনে কৃষিপণ্য পরিবহনে আগ্রহী নয়। তাই ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়েছে। এই ট্রেন আর চলবে কি নাÑ সে সিদ্ধান্ত আসেনি।

রাজশাহী স্টেশন ম্যানেজার শহিদুল আলম বলেন, প্রথম ট্রিপে তেমন কোনো আয় না হওয়ায় উচ্চ খরচের ট্রেনটি দ্বিতীয় ট্রিপ থেকেই বন্ধ করেছে কর্তৃপক্ষ। চাঁপাইনবাবগঞ্জ থেকে চলাচলকারী ম্যাংগো স্পেশাল ও ক্যাটল স্পেশাল ট্রেনের মতো নিয়মকানুনেই ট্রেনটি চলা শুরু করলেও সংশ্লিষ্ট এলাকার কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করেও আশানুরূপ সাড়া মেলেনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা