× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিরোজপুরে শীতের সবজিতে ভরপুর বাজার, নেই ক্রেতা

পিরোজপুর সংবাদদাতা

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২২ ০৯:২৮ এএম

আপডেট : ২৪ নভেম্বর ২০২২ ১৪:১৭ পিএম

পিরোজপুরের প্রধান কাঁচাবাজার। প্রবা ফটো

পিরোজপুরের প্রধান কাঁচাবাজার। প্রবা ফটো

বাজার পূর্ণ শীতকালীন সবজিতে। দামও আগের থেকে তুলনামূলক কম। ঝুড়ি ভরে সবজি সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। কিন্তু বাজারে নেই ক্রেতা। পিরোজপুরের প্রধান কাঁচাবাজার ঘুরে এমন ক্রেতাশূন্য দৃশ্যই চোখে পড়ে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, শীতকাল চলে এসেছে, তারই সঙ্গে বাজারে এসেছে নানা ধরনের সবজি। টাটকা সবজি নিয়ে ব্যবসায়ীরা ঝুড়ি ভরে বসেছেন বাজারে বিক্রির উদ্দেশ্যে। কিন্তু ক্রেতা নেই। ক্রেতার অভাবে বিক্রি করতে না পারায় অনেক সময় পচে যাচ্ছে সবজি। এ নিয়ে সাধারণ ব্যবসায়ীরা পড়েছেন ভোগান্তিতে।

এদিকে বাজারে গিয়ে দেখা যায়ফুলকপি পাইকারি ৩০ আর খুচরা ৪০ টাকা, বাঁধাকপি পাইকারি ৩০ আর খুচরা ৩৫ টাকা, মুলা পাইকারি ২০ খুচরা ২৫ টাকা, বেগুন পাইকারি ৩০ খুচরা ৩৫ টাকা, কাঁচামরিচ পাইকারি ৩০ খুচরা ৫০ টাকা, শসা পাইকারি ৫০ খুচরা ৬০ টাকা, গাজর পাইকারি ৭৫ খুচরা ১০০ টাকা, টমেটো পাইকারি ৭০ খুচরা ১০০ টাকা, শিম পাইকারি ৩৫ খুচরা ৪০ টাকা, শালগম পাইকারি ৩৫ খুচরা ৫০ টাকা, লাউ পাইকারি ৩০-৪০ আর খুচরা ৪০-৫০ টাকা পিস, মিষ্টিকুমড়া পাইকারি ৪০ খুচরা ৪৫ টাকা, ঢেঁড়স পাইকারি ৩৫ খুচরা ৫০ টাকা, করলা পাইকারি ৪৫ খুচরা ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

ব্যবসায়ী শহীদ হাওলাদার বলেন, ‘আমরা বাজারে যথেষ্ট পরিমাণে ভালো সবজি নিয়ে এসেছি। বিভিন্ন দামে শাকসবজি কিনি কিন্তু বিক্রি কম। বিক্রির অভাবে পণ্য পচে গেলে সেগুলো নিয়ে ভোগান্তিতে পড়তে হয়। আর বাজারে তো ক্রেতা পাওয়াই যায় না।’

ব্যবসায়ী আকবর শেখ বলেন, ‘ভ্যানে যারা সবজি বিক্রি করে তারা ক্রেতা পায় কিন্তু পিরোজপুরের বাজারে ক্রেতা নেই বললেই চলে। সব শাকসবজিতে বাজার ভরে গেছে, দামও কম, তবু ক্রেতা নাই।’

জেলা কাঁচাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘শীতের শাকসবজিতে ভরে গেছে বাজার। সে তুলনায় ক্রেতা নেই বললেই চলে। আমদানি থাকলেও বাজারে ক্রেতার অভাবে বিক্রি না হয়ে শাকসবজি নষ্ট হচ্ছে। সবজির দাম আগের থেকে ১৫-২০ টাকা কমে গেছে। বিক্রি কমে যাওয়ায় ব্যবসায়ীদের ক্ষতির সম্মুখীন হওয়ার শঙ্কা রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা