বাউফল প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৪ ১৭:৪৩ পিএম
আপডেট : ২৮ মে ২০২৪ ১৭:৪৮ পিএম
ঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাসে পানির নিচে ফসলের মাঠ। সোমবার উপজেলা নাজিরপুর ইউনিয়ন থেকে তোলা। প্রবা ফটো
পটুয়াখালীর বাউফলে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে প্রায় ১০০ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা। এছাড়াও ঝড়ের তাণ্ডবে বসতঘর, ব্যবসা প্রতিষ্ঠান, রাস্তার ঘাট, মাছের ঘের ও গাছপালার ভেঙে ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের বিদ্যুৎ সরবরাহ লাইনের ক্ষতির কারণে ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
কৃষক ও কৃষি বিভাগের দেওয়া তথ্যমতে, ২ হেক্টর জমির আউশ বীজ, আড়াই হেক্টর জমির তিল, ৩ হেক্টর জমির মরিচ, ৮০ হেক্টর জমির শাক সবজি, ৪ হেক্টর জমির পেপে, ৩ হেক্টর জমির কলা, ২ হেক্টর জমির পান ও ৩ হেক্টর জমির আমের ক্ষতি হয়েছে। এতে প্রায় ১০০ হেক্টর জমির কৃষি ফসলের ক্ষতি হয়েছে। যার বাজার মূল্য ৪ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকা।
ঝড়ের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে উপজেলার প্রায় চার হাজার মাছের ঘেরের মাছ পানিতে ভেসে গেছে। এতে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার মাছ ভেসে গেছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য বিভাগ। যার মধ্যে বেশি ক্ষতির মুখে পড়েছেন উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের মৎস্য চাষীরা। নদী বেষ্ঠিত চন্দ্রদ্বীপ ইউনিয়নে বেড়িবাঁধ না থাকায় নদীর পানি সহজেই ঢুকে পড়ে। এ ইউনিয়নে প্রায় ১ হাজার ২০০ পুকুর ও ঘের তলিয়ে গেছে।
উপজেলা প্রশাসনের তথ্যমতে, উপজেলায় ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রায় ১ হাজার ২০০ ঘর-বাড়ি ভেঙে গেছে। যার মধ্যে কিছু ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। অসংথ্য গাছপালা ভেঙে গেছে। এতে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলা পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম প্রকৌশলী গগণ সাহা প্রতিদিনের বাংলাদেশকে জানান, প্রাথমিকভাবে ২৫টি পোল ভেঙে গেছে, হেলে পড়েছে ১৫টি পোল, ৩১০ জায়গা গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিড়ে গেছে, ১৫০টি মিটার ও ১৫টি ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে। ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানান তিনি।
উপজেলা পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম বলেন, বিদ্যুৎ সংযোগ সচল করতে আমরা বিদ্যুৎ বিভাগ কাজ করে যাচ্ছি। মঙ্গলবার সন্ধ্যার মধ্যে উপজেলা শহরের সরকারি গুরুত্বপূর্ণ ভবনে (হাসপাতাল, থানা, উপজেলা পরিষদ) বিদ্যুৎ সচল হবে। পুরো উপজেলায় সচল হতে কয়েকদিন সময় লাগবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বশির গাজী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ঝড়ে করিম মৃধা নামে এক ভিক্ষুকের প্রাণহানি হয়েছে। সোমবার দিন সকালে পৌরশহরে ঘরচাপা পড়ে তার মৃত্যু হয়। এ ছাড়াও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। বাড়িঘর, কৃষি ফসল ও মাছের ঘেরের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থদের সহায়তার আওতায় আনা হবে।’