প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৪ ১০:৩৫ এএম
ছবি : সংগৃহীত
দেশবরেণ্য সংগীতশিল্পী ফাহমিদা নবী। তার ভয়েজ গ্রুমিং প্রতিষ্ঠান
কারিগরির যাত্রা হয় প্রায় দেড় যুগ আগে। এই কারিগরি থেকেই নিজেদের ভয়েজ গ্রুমিং করিয়ে
ফাহমিদা নবীর হাত ধরে মৌলিক গান প্রকাশ করতে যাচ্ছেন বেশ ক’জন শিল্পী। সেই গানগুলোর
কথা ও সুর করেছেন ফাহমিদা নবী।
গানের তালিকায় আছে শাকিলের কণ্ঠে ‘সেই তুমি’, পিলুর কণ্ঠে ‘যদি তোমার
আকাশ আমার আকাশ এক হতো’, শাম্মীর কণ্ঠে ‘বৃষ্টির সাথে রাত্রি ঘুমাক’, ফাহমিদার কণ্ঠে
‘হতে চাই রোদ’, ফাল্গুনীর কণ্ঠে ‘কেন যে একা লাগে না ভালো’, শাকিলার কণ্ঠে ‘কথা জমে
আছে’, রাবুর কণ্ঠে ‘ভালোবাসা তোমাকে’ ও সোহেলের কণ্ঠে ‘বিবাগী এ মন’।
ফাহমিদা নবী জানান, আসন্ন কোরবানি ঈদের আগেই গানগুলো ‘আনমোল প্রেজেন্টস’
ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
সুরকার, সংগীত পরিচালক বর্ণ চক্রবর্তী তার অকাল প্রয়াণের আগে এসব
গানের মিউজিকের কাজ শেষ করে গেছেন। ফাহমিদা নবী বলেন, ‘কারিগরি থেকে নিজেদের ভয়েজ গ্রুমিং
করিয়ে এই শিল্পীরা নিজেদের আত্মবিশ্বাসী করে তুলেছেন। তারা খুবই দারুণ গান করেন। গানগুলো
প্রকাশ হলেই শ্রোতারা সেটা বুঝতে পারবে। যেহেতু গানগুলো আমার লেখা এবং আমারই সুর করা
তাই এটুকু বলতে পারিÑ প্রত্যেক শিল্পীই দারুণভাবে গানগুলো কণ্ঠে তুলেছেন। সবার জন্য
শুভকামনা রইল।’
‘আজ বর্ণ বেঁচে থাকলে ভীষণ খুশি হতো গানগুলো প্রকাশ হচ্ছে দেখে। আমরা
তার আত্মার শান্তি কামনা করি’Ñ সংগীত পরিচালক বর্ণ চক্রবর্তীর স্মরণে বললেন ফাহমিদা
নবী।
তিনি জানান, সব গান আসবে ভিডিও আকারে। ভিডিওগুলো নির্মাণ করেছেন
আশিক মাহমুদ।