× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রিয়তমার বিয়ে!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মে ২০২৪ ০৮:২১ এএম

ইধিকা পাল।

ইধিকা পাল।

কলকাতার অনেক নাটকেই অভিনয় করে আলোচনায় ছিলেন। তবে তার ক্যারিয়ারের রাজকীয় উত্থান হয় বাংলাদেশের ব্লকবাস্টার হিটপ্রিয়তমা’ সিনেমায় কাজ করে। সিনেমা দিয়ে তিনি প্রথম কোনো চলচ্চিত্রে কাজ করেন। সেই সঙ্গে বাংলাদেশের শোবিজেও পা রাখেন। হিমেল আশরাফ পরিচালিত শাকিব খানের বিপরীতেপ্রিয়তমা’ সিনেমায় দারুণ অভিনয় করে দুই বাংলার কোটি তরুণের কাছে প্রিয়তমা হয়ে উঠলেন ইধিকা পাল।

সেই সাফল্যে ভর করে আরও বেশ কিছু সিনেমায় তিনি কাজ করছেন। এর মধ্যে বাংলাদেশে হাসিবুর রেজা কল্লোলেরকবি’ উল্লেখ্য। এতে শরীফুল রাজের বিপরীতে দেখা যাবে ইধিকাকে। আছে দেবের বিপরীতে একটি সিনেমাও।

এদিকে ছড়িয়েছে নায়িকার বিয়ের খবর। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম বলছে, ‘বিয়ে করছেন ইধিকা পাল!’ টলিপাড়ার এক পাপারাজ্জি অ্যাকাউন্ট থেকে ব্রাইডাল লুকে ইধিকার দেখা মিলল। এত সাজ কেন? প্রশ্ন রাখতেই নায়িকার জবাব, ‘আমার বিয়ে’। এরপর বরের নাম জানতে চাওয়া হলে ইধিকা বলেন, ‘শিব’। রহস্য কাটাতে তিনি জানালেন সত্যি ঘটনা। একটি ফটোশুটের জন্যই তার এই বিয়ের সাজ। আপাতত বাস্তব জীবনে অবিবাহিতই আছেন তিনি।

সেই ভিডিওতে মেরুন রঙের ভারী লেহেঙ্গা-চোলিতে দেখা মিলল ইধিকার। ডিপ নেক ব্লাউজ আর ভারী নেকপিসে একদম রয়্যাল লুকে অভিনেত্রী। শরীরজুড়ে রাজকীয় গয়না। সিঁথিতে ঝুলছে মাংগটিকা, হাতে বালা, আংটিতে সুসজ্জিত ইধিকা। তবে সবচেয়ে সুন্দর তার মায়া জড়ানো হাসি। বোঝাই যাচ্ছে কোনো ফটোশুটের ফাঁকে তোলা এই ভিডিও।

বিয়ে প্রসঙ্গে প্রশ্নের জবাবে ইধিকা নিশ্চিত করলেন, বিয়ে তো দূর, প্রেমও করছেন না তিনি। নায়িকা নাকি পুরোপুরি সিঙ্গেল! তার জীবনে আসেনি প্রেমও। হিন্দুস্তান টাইমস বাংলাকে অভিনেত্রী বলেন, ‘আমার জীবনে এখনও কেউ আসেনি। এলে ঘোষণা করব। প্রেম করার মতো এখন পর্যন্ত কাউকে খুঁজে পাইনি। ক্যারিয়ার নিয়ে একটু বেশি ভাবছি। প্রেম করার সময় নেই।’

তবে প্রেম করেই বিয়ে করতে চান ইধিকা। অচেনা মানুষের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নিতে পারবেন না। তবে প্রেম করেও একটা মানুষকে পুরোটা চেনা যায় না বলে মানেন ইধিকা। কেমন মনের মানুষ চান তিনি, সেই ধারণাও দিয়েছেন। তার ভাষ্য, ‘আমি চাই আমার প্রেমিক মন থেকে ভালো হোক, ভালো মানুষ, ভালো হোক এবং সবাইকে মন থেকে সম্মান করুক।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা