× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবশেষে ভাঙল অভিমান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মে ২০২৪ ১৩:৪৯ পিএম

মিমি চক্রবর্তী।

মিমি চক্রবর্তী।

ঢাকাই সিনেমায় রীতিমতো ঝড় তুলে দিয়েছেন শাকিব খান রায়হান রাফি। তাদের একসঙ্গে প্রথম সিনেমাতুফান’-এ টিজ প্রকাশ করে চমকে দিয়েছেন সবাইকে। দেড় মিনিটের সেই ঝলক মাত্র এক দিনেই কোটি ভিউর রেকর্ড গড়েছিল। দর্শক-সমালোচক সবাই নির্বিবাদে বলছিলেন, এমন বিধ্বংসী অবতারে ঢালিউড নবাবকে আগে দেখা যায়নি

উচ্ছ্বাস নিয়ে তুফানের টিজ শেয়ার করেছেন সংশ্লিষ্ট সবাই। কেবল একজন ছিলেন নির্বিকার। তিনি মিমি চক্রবর্তী। ছবির নায়িকা। তার নীরবতা দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠেÑনায়িকা কি টিমের ওপর অভিমান করেছেন? সেই উত্তর যদিও পাওয়া যায়নি। কারও কারও ধারণা, তুফানের প্রথম পোস্টারে কেবল শাকিব খানকে দেখানো হয়েছে। এরপর প্রথম টিজেও নায়িকাদের রাখা হয়েছে বঞ্চিত, আড়ালে। সে কারণেই হয়তো অভিমান করেছেন মিমি। যদিও আরেক নায়িকা মাসুমা রহমান নাবিলা পেশাদার ভূমিকাই পালন করছেন শুরু থেকে।

শেষমেশ টিজ প্রকাশের দুই দিন পর মিমির মান ভাঙে। মে তিনি তুফানের টিজ শেয়ার করেন নিজের সোশ্যাল হ্যান্ডলে। সেই মান ভাঙার উপহার হিসেবেই যেন এবার এলো দ্বৈত পোস্টার। যেখানে শাকিব খানের সঙ্গে তাকে উপস্থাপন করা হয়েছে।

শনিবার (১১ মে) সকালে উন্মুক্ত করা পোস্টারে দেখা যায়, সাদা শার্ট আর কালো ব্লেজারে শাকিব। তার লম্বা চুল, মুখভর্তি ছোট দাড়ি, মলিন চাউনি। অন্যদিকে তার বুকে হাত রেখে প্রেমিকার ভঙ্গিমায় দাঁড়িয়ে মিমি; পরনে মেরুন ঝলমলে টপ। পোস্টারের ক্যাপশনে মিমি লিখেছেন, ‘বড়পর্দায় আসছে তুফান। এই নিন অফিসিয়াল তুফানি পোস্টার।’

অন্যদিকে একই পোস্টার শেয়ার দিয়ে শাকিব খান লিখেছেন, ‘বড়পর্দায় তুফান আনতে চলেছে জুটি!’

প্রকাশের পর থেকে দ্বৈত পোস্টারটি সাড়াও পাচ্ছে বেশ। মাত্র এক ঘণ্টায় শাকিব-মিমির ফেসবুক পেজ মিলিয়ে এর রিঅ্যাকশন সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজার! অর্থাৎ দর্শকের মাঝে তুফানের ঝড় অব্যাহত থাকছে নতুন পোস্টারেও।

উল্লেখ্য, বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় বড় বাজেটে নির্মিত হচ্ছে তুফান। এরই মধ্যে ছবির সিংহভাগ শুটিং শেষ হয়েছে বলে জানালেন নির্মাতা রাফি। ছবিটি প্রযোজনা করছে ঢাকার আলফা আই, চরকি কলকাতার এসভিএফ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা