× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আনন্দিত রোজিনা

সম্মাননা পাচ্ছেন তারকারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মে ২০২৪ ১১:৩৪ এএম

বাঁ থেকে রোজিনা, মিলি বাশার, শবনম ফারিয়া ও জ্যোতিকা জ্যোতি। প্রবা কোলাজ

বাঁ থেকে রোজিনা, মিলি বাশার, শবনম ফারিয়া ও জ্যোতিকা জ্যোতি। প্রবা কোলাজ

ছোটবেলা থেকেই চলচ্চিত্রের প্রতি ছিল তার ভীষণ আগ্রহ। সে আগ্রহই তাকে খ্যাতির চূড়ায় নিয়ে এসেছে। বাংলাদেশের অসম্ভব জনপ্রিয় একজন অভিনেত্রী রোজিনা। চলচ্চিত্রেরদীর্ঘ পথ পাড়ি দেওয়া তার জন্য ততটা সহজ ছিল না। শুরুতে কেউই তাকে সে সুযোগ দিতে চায়নি।

রোজিনার পারিবারিক নাম রওশন আরা রেণু। কিন্তু সিনেমা করতে এসে সে নাম পাল্টে হয়ে গেলেন রোজিনা। তবে ১৯৭৬ সালে যে ছবির জন্য নাম পরিবর্তন করে রোজিনা নাম নিয়ে সাংবাদিকদের সামনে পরিচিত হয়েছিলেন, সে ছবি তার আর করা হয়নি। এর মাঝে আরও একটি ছবিতে তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন, হঠাৎ ওই সময় অসুস্থ হয়ে গেলে পরিচালক অন্য একজন নায়িকাকে নিয়ে ফেললে রোজিনা ভীষণ কষ্ট পান। এরপর তিনি প্রতিজ্ঞা করেন যেভাবেই হোক চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করবেন।

ব্যর্থতার মাধ্যমে পথচলা শুরু করলেও পরবর্তীতে রোজিনা একের পর এক সুপার-ডুপার হিট ছবি উপহার দেন। যারাই তাকে শুরুর দিকে অবজ্ঞা করেছেন, সুযোগ দিতে চাননি; তারাই পরে তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতেন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য হিট সুপারহিট সিনেমা তিনি উপহার দিয়েছেন। পেয়েছেন অনেক পুরস্কার স্বীকৃতি। নাম লিখিয়েছেন চলচ্চিত্র প্রযোজক পরিচালক হিসেবেও। বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

জীবনের মিষ্টি বিকালবেলায় সময়গুলো উপভোগ করছেন তিনি কাজে মগ্ন থেকে। তৈরি হচ্ছেন নতুন সিনেমা নির্মাণের জন্য। মানুষের ভালোবাসাকেই প্রেরণা জীবনের প্রাপ্তি হিসেবে বুকে ধারণ করেছেন রোজিনা।

অভিনেত্রী নতুন আনন্দে ভাসছেন একটি অনুষ্ঠান কেন্দ্র করে। বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের অনুপ্রেরণা দিতেসম্পূর্ণা বাংলাদেশ’-এর উদ্যোগে নারীদের সম্মাননা প্রদান করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সুব্রত দে এবং এর সভাপতি স্বর্ণলতা দেবনাথ। দ্বিতীয়বারের মতো ১২ মে বিকাল ৩টায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত নৃত্যকলা মিলনায়তনেগ্রিন- সম্পূর্ণা অ্যাওয়ার্ড ২০২৪’ প্রদান করা হবে। সেখানে উদ্বোধক হিসেবে উপস্থিত হবেন চলচ্চিত্রের নন্দিত নায়িকা, প্রযোজক, পরিচালক রোজিনা। অনুষ্ঠানটি নিয়ে বেশ আগ্রহী রোজিনা। কারণ এখানে নারীদের সাফল্যের স্বীকৃতি দেওয়া হয়। অভিনেত্রী বলেন, ‘এখন নানান ধরনের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়ার নিমন্ত্রণ পাই। কিন্তু সব ধরনের অনুষ্ঠান নিয়ে আগ্রহ জন্মায় না। সম্পূর্ণা অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি আমাকে আগ্রহী করেছে। কারণ এখানে নারীরা সম্মানিত হবেন। নারীদের সাফল্যের কথা সবার সামনে তুলে ধরা হবে। একজন নারী হিসেবে আমি জানি গৎবাঁধা জীবনের বাইরে গিয়ে সমাজে প্রতিষ্ঠা পেতে কত কাঠখড় পোড়াতে হয়। আমার কাছে তাই সফল প্রতিটি নারীই একজন যোদ্ধা। যারা এবার সম্মাননাটি পেতে যাচ্ছেন তাদের সবাইকে আমার অভিনন্দন। আশা করি একঝাঁক সংগ্রামী নারীর সঙ্গে চমৎকার সময় কাটবে আমার।’

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। সংগঠনের সভাপতি স্বর্ণলতা দেবনাথ বলেন, ‘প্রথম বছরের আয়োজনে আমরা যে সাড়া পেয়েছিলাম, তাতেই মূলত ভীষণ অনুপ্রাণিত হয়েছি। বছর যারা আমাদের আহ্বানে সাড়া দিচ্ছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমরা চেষ্টা করছি বিভিন্ন সেক্টরের সফল নারীদের সমান গুরুত্ব দিয়ে সম্মাননা প্রদান করতে।’

সুব্রত দে বলেন, ‘শ্রদ্ধেয় রোজিনা আপার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই কারণে যে, অল্প সময়ের নোটিসে তিনি আমাদের অনুষ্ঠানে আসার জন্য সদয় অনুমতি দিয়েছেন। আন্তরিক ধন্যবাদ শ্রদ্ধেয় সেলিনা হোসেন আপার প্রতিও।’

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন মিলি বাশার, জ্যোতিকা জ্যোতি, লিখন রউফ, মালিহা রশিদ, কাকলী কলি, শাহরিনা দেলোয়ার, অণিমা রায়, শবনম ফারিয়াসহ অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা