× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মায়ের জন্য...

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মে ২০২৪ ১০:১০ এএম

মা আফরোজা নাছরীনের সঙ্গে শতাব্দী ওয়াদুদ। প্রবা ফটো

মা আফরোজা নাছরীনের সঙ্গে শতাব্দী ওয়াদুদ। প্রবা ফটো

ডা. আশীষ কুমার চক্রবর্তীর উদ্যোগে এক দশকের বেশি সময় ধরে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের আয়োজনে প্রদান করা হচ্ছেগরবিনী মা’ সম্মাননা। মূলত দেশের বিভিন্ন সেক্টরের সফল সন্তানদের গর্বিত মায়েদের সম্মাননায় ভূষিত করা হয়

বাংলাদেশের অভিনয় অঙ্গনের একজন সফল, গুণী এবং জনপ্রিয় অভিনেতা শতাব্দী ওয়াদুদ। তার মা আফরোজা নাছরীন এবার গরবিনী মা সম্মাননা পেতে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সম্মাননার প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্তী। তিনি বলেন, ‘একজন শতাব্দী ওয়াদুদ নিঃসন্দেহে গুণী অভিনেতা। তার অভিনয় মুগ্ধ করে রেখেছে দর্শককে। তার মতো অভিনেতার মায়ের হাতে গরবিনীর সম্মাননা তুলে দিতে পারাটা আমাদের জন্য তৃপ্তির। আমরা এর আগে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, অপূর্ব, নিশোসহ আরও অনেক তারকার মাকেই গরবিনী মা সম্মাননায় ভূষিত করেছি।’

মা আফরোজা নাছরীনের সঙ্গে শতাব্দী ওয়াদুদ

সম্মাননা প্রসঙ্গে শতাব্দী ওয়াদুদ বলেন, ‘যেদিন অভিনয়ের জন্য আমি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হই, সেদিন আমার আম্মা ভীষণ খুশি হয়েছিলেন। তার সেই খুশি, আনন্দ দেখে আমি কেঁদে ফেলেছিলাম। সন্তানের সাফল্য এবং তার পরবর্তীতে স্বীকৃতি একজন মাকে কতটা গর্বিত করতে পারে সেদিন অনুভব করেছিলাম। তবে এখন আমার সাফল্যের কথা বিবেচনা করে আমার মাকে গরবিনী মা সম্মাননা দেওয়া হচ্ছে এটা আমার জন্য অনেক বেশি আনন্দের গর্বের। এমন দিনে আব্বা বেঁচে থাকলে খুব খুশি হতেন। আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আয়োজকদের প্রতি।’

জানা গেছে, অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ক ম মোজাম্মেল হক, এমপির হাত থেকে শতাব্দী ওয়াদুদের মা সম্মাননা গ্রহণ করবেন ১২ মে বিশ্ব মা দিবসে। মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে (হল-) দুপুর ১২টায় এটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়ারম্যান এফবিসিসিআইয়ের পরিচালক প্রীতি চক্রবর্ত্তী, সিআইপি।

শতাব্দী ওয়াদুদ ছাড়া আরও কৃতী সন্তানের মায়ের হাতে এবার সম্মাননা তুলে দেওয়া হবে।

প্রসঙ্গত, শতাব্দী ওয়াদুদ নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিতগেরিলা’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। এরই মধ্যে তিনি প্রায় শেষ করেছেন অনম বিশ্বাসেরফুটবল ৭১’ সিনেমার কাজ। আর্তনাদ থিয়েটারের দীপক চৌধুরী রচিত শহীদুল আলম সাচ্চু পরিচালিতটোকাই’ তার অভিনীত প্রথম মঞ্চনাটক। টিভিতে তার প্রথম নাটকশঙ্কিত পদযাত্রা’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা