× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফল্যের রঙিন হাওয়ায়...

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৪ ১২:০৫ পিএম

তাসনিয়া ফারিণ।

তাসনিয়া ফারিণ।

তাসনিয়া ফারিণ। এ প্রজন্মের জনপ্রিয় একজন অভিনেত্রী। রোমান সম্রাট জুলিয়াস সিজারের মতো সাফল্যটাকে তিনি ডালভাতে পরিণত করেছেন। মডেলিং, নাটক, ওটিটি, সিনেমা; সবখানেই অভিনয়ের মুগ্ধতায় বিজয়ের হাসি হেসেছেন এই তারকা। কলকাতা থেকে জিতে নিয়েছেন ফিল্মফেয়ার 

পুরস্কার। অতনু ঘোষ পরিচালিত ‘আরও এক পৃথিবী’ সিনেমার জন্য সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তাসনিয়া ফারিণ।

মডেল হিসেবে বিলবোর্ড, ম্যাগাজিন বা র‌্যাম্প এখন অলংকরণের জন্য বেছে নিচ্ছে ফারিণকে। অভিনয় শিল্পী হিসেবে সর্বশেষ ‘কাছের মানুষ দূরে থুইয়া’ করে তিনি কুড়িয়েছেন কাঁড়ি কাঁড়ি প্রশংসা। গত মাসে ঈদুল ফিতরের নাটকগুলোর কথা আলাদা করে না বললেও চলে। ক্যারিয়ারের সুসময় উপভোগ করছেন এই অভিনেত্রী। সেই সুসময়ে দোলা দিলো অনন্য এক সাফল্যের হাওয়া। গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করে বাজিমাত করে দিয়েছেন ফারিণ। গেল রোজার ঈদের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে দ্বৈতকণ্ঠে তাহসান খানের সঙ্গে ‘রঙে রঙে রঙিন হব’ গান দিয়ে রীতিমতো ঝড় তুলেছেন তিনি। 

ইউটিউবে শতাধিক অ্যাকাউন্ট থেকে ভিন্ন ভিন্ন উপস্থাপনায় আপলোড করা হয়েছে ফারিণ-তাহসানের গানটি। ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম, টিকটক কোথায় নেই সেই গানের ভিডিও! গানটি দিয়ে তৈরি হচ্ছে রিল আর রিল। কী আছে সেই গানে? জনপ্রিয় গীতিকার কবির বকুলের কথা, তরুণ শিল্পী ইমরান মাহমুদুলের সুর, ইত্যাদির মতো জনপ্রিয় অনুষ্ঠানে উপস্থাপন, তাহসানের মতো জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা। এতগুলো চকচকে অনুষঙ্গে যুক্ত হয়েছে ফারিণের মতো অভিনেত্রী, তার নতুন ধরনের কণ্ঠ ও মিষ্টি হাসি। সেই গান এখন বাংলাদেশে ইউটিউবের ট্রেন্ডিংয়ে ১ নম্বরে রয়েছে। আর সারা বিশ্বে এর অবস্থান ৩৯, যা এদেশের গান ও শিল্পীদের জন্য অনন্য এক মাইলফলক বলা চলে। ১৩ লাখেরও বেশি ভিউ হওয়া গানটি দিয়ে তাসনিয়া ফারিণ জানান দিয়েছেন, গায়িকা হিসেবেও তিনি অভিনেত্রীর মতোই সফল। নিয়মিত হলে এখানেও ক্যারিয়ার গড়তে অসুবিধা হবে না। 

সম্প্রতি তুরস্কে বেড়াতে গিয়ে রঙ বেরঙের নানা দৃশ্যের সঙ্গে ভিডিও করে ফারিণও তৈরি করেছেন রিল। গানটির এই বাঁধভাঙা সাফল্যে ভক্তদের কৃতজ্ঞতা জানিয়েছেন ফারিণ। তুরস্ক থেকে তিনি বলেন, ‘এটা অভাবনীয় সাফল্য। গান আমি ছোটবেলা থেকেই করি। তবে অভিনেত্রী হিসেবে নিয়মিত হওয়ার পর গানের প্রতি মনোযোগ ছিল না। শখের বশেই বলা চলে ইত্যাদির গানটি গেয়েছি। এর জন্য এ রকম সাফল্য পাব, ভাবিনি। দর্শক-শ্রোতাদের ভালোবাসায় আমি আপ্লুত। ইত্যাদির কাছে আমার অশেষ কৃতজ্ঞতা।’

ফারিণ ভালো গান করেন- সেটা হঠাৎ জানা গিয়েছিল একটি দৈনিক পত্রিকার আয়োজনে। সেখানে তিনি গেয়েছিলেন খালি গলায়। সেই গানও ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে নজরুলসংগীত ‘বনে চলে বনমালী’ গেয়েও প্রশংসিত হন তিনি। তখন জানা গিয়েছিল, গানে তার হাতে খড়ি সেই শৈশবে। তালিম নিয়েছেন, টানা এক দশক চর্চাও করেছেন। অপেক্ষায় ছিলেন, একদিন সুযোগ আসবে, তিনি গান করবেন। অবশেষে ইত্যাদি হয়ে এলো সেই সুযোগের মহামঞ্চ।

‘রঙে রঙে রঙিন হব’ গানটির সাফল্যের পর তিনি সিদ্ধান্ত নিয়েছেন, এখন থেকে নিয়মিত গান করবেন। তিনি বলেন, ‘এখন মনে হচ্ছে, গানটা আমার নিয়মিত করা উচিত। কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ হয়নি বটে, তবে আমি নিজ উদ্যোগেই কিছু গান করব।’

সম্প্রতি তুরস্ক ভ্রমণ শেষ করে নতুন উদ্যমে কাজের প্রস্তুতি নিচ্ছেন তাসনিয়া ফারিণ। শিগগিরই তাকে দেখা যাবে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত আন্তর্জাতিক শ্রমিক দিবসের বিশেষ নাটক ‘জেনি’তে। সম্প্রতি অবমুক্ত হয়েছে নাটকটির ট্রেলার। আর মুক্তির অপেক্ষায় আছে তার নতুন সিনেমা ‘ফাতেমা’। ধ্রুব হাসান পরিচালিত সিনেমাটি আসছে ২৪ মে মুক্তি পাবে দেশের সিনেমা হলে। এতে দুটি ভিন্ন সময়ের প্রেক্ষাপটে দুটি সংগ্রামের গল্প দেখা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা