× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আপন ঠিকানায় স্বপ্নের হলো শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৪ ১১:৫৭ এএম

সরকারের কাছ থেকে সাড়ে তিন কাঠা জমি বুঝে পেলেন `অভিনয় শিল্পী সংঘ'। প্রবা ফটো

সরকারের কাছ থেকে সাড়ে তিন কাঠা জমি বুঝে পেলেন `অভিনয় শিল্পী সংঘ'। প্রবা ফটো

অভিনয় শিল্পী সংঘের নিজস্ব জায়গা বুঝে পাওয়ার কথা শোনা যাচ্ছিল অনেক আগে থেকেই। এবার সরকারের কাছ থেকে সাড়ে তিন কাঠা জমি বুঝে পেলেন শিল্পীরা। সেই জমিতে গড়ে তোলা হবে তাদের স্বপ্নের ভবন ‘অ্যাক্টরস হোম’। বিষয়টি সামাজিকমাধ্যমে জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

আহসান হাবিব নাসিম তার ফেসবুকে লিখেছেন, ‘শুক্রবার, ৩ মে, ২০২৪, অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ, জেলা প্রশাসন ঢাকা’র কাছ থেকে তাদের জায়গা বুঝে নিয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

এদিকে সংগঠনের সাধারণ সম্পাদক রওনক হাসান একটি ছবি পোস্ট করে নিজেদের আপন ঠিকানায় স্বপ্নের সকল পরিকল্পনার কথা জানালেন। ছবিতে সভাপতির সঙ্গে নিজেদের জন্য বরাদ্দ জায়গায় ইট বসাতে দেখা গেছে রওনককে। তিনি লিখেছেন, ‘বাংলাদেশ, বাংলাদেশের মানুষ আমাকে দুহাত ভরে দিয়েছে! আর দশটা সাধারণ পরিবারের মতোই একটা পরিবার থেকে এই আমি যে একজন অকিঞ্চিতকর অভিনেতা! তাতেই যেভাবে ভালোবাসা, সম্মান ও জীবন পেয়েছি! এর চেয়ে বেশি আর খুব কিছু প্রাপ্তিযোগ জীবনে ঘটার আর কোনো সম্ভাবনা নেই। হয়তো কিছু ভালো কাজ, কালোত্তীর্ণ কাজ করা, একজন অকিঞ্চিতকর অভিনেতা ছিলাম এই পদচিহ্ন রেখে যাওয়া ব্যাস। এইতো! যা পেয়েছি তার বিপরীতে আমি কতোটুকু দিয়েছি দেশকে! মানুষকে! আমার ইন্ডাস্ট্রিকে!

২০১৬ সালে শ্রদ্ধেয় মামুন ভাই (মামুনুর রশীদ) আমাকে প্রায় নির্দেশের মতো করে সাংগঠনিক কাজে যুক্ত করেন। পরবর্তীতে নাসিম ভাইয়ের প্রচ্ছন্ন ছায়ায় একটু একটু সংগঠন বুঝতে শুরু করা! তখন আমি নিজেকে নিজে প্রশ্ন করলাম যে কেন শুধু অভিনয়ের সময় থেকে সময় বের করে সংগঠন করব। তখন উপরের প্রশ্নগুলো আমি নিজেকে করি। তখন আমি ভাবি যে যেই ইন্ডাস্ট্রি আমাকে এতো কিছু দিয়েছে সেই ইন্ডাস্ট্রিকে আমার দেবার কিছুই নেই?

এই ভাবনা থেকেই মন দিয়ে সংগঠন করবার চেষ্টা করি। কিছু পারি না পারি, যদি বৃদ্ধ বয়স পর্যন্ত বেঁচে থাকি তখনতো নিজেকে প্রবোধ দিতে পারব যে, আমি অন্তত চেষ্টা করেছিলাম। কাজ করতে করতে অনেক ভুল করেছি। ভুল থেকে শিখেছি। নাসিম ভাইয়ের সহযোগিতা শাসন আদরে একটু একটু করে এগিয়েছি। যখনই প্রয়োজন হয়েছে যখন তখন পরামর্শের জন্য ছুটে গেছি আমাদের প্রিয় অগ্রজজনদের কাছে। বিশেষ করে আফজাল ভাই (আফজাল হোসেন) লিয়াকত আলী লাকী ভাই, তৌকির ভাই (তৌকির আহমেদ), জাহিদ ভাই (জাহিদ হাসান) মাহফুজ ভাই (মাহফুজ আহমেদ) এর কাছে। আমরা তাদের প্রচুর জ্বালাই। প্রশ্রয়ও পাই। 

সংগঠন পুনর্গঠন করতে গিয়ে দেখলাম অধিকাংশ মানুষ মোটা দাগে সংগঠন অপছন্দ করে। কেন করে? এই কারণগুলো খুঁজে বের করে আমরা এর উল্টো পথে হাঁটতে শুরু করলাম। প্রথমেই অনুধাবন করলাম সবার আগে নিজেদের একটি জায়গা লাগবে। প্রতিমাসে বাড়ি ভাড়া, অফিস, বিভিন্ন যোগাযোগ ও কল্যাণমূলক কাজের অর্থ এসব যোগাড় করতেই হিমশিম খেতে থাকি। স্বেচ্ছাসেবী সংগঠনে যা হয়। সদস্যদের চাঁদা ছাড়া আয়ের উৎস নেই। সেই চাঁদাও অধিকাংশ আদায় হয় উৎসব পার্বণে! তো এই অবস্থাতেও আমরা এক্টরস হোমের স্বপ্ন দেখি! নানান জায়গায় ছুটোছুটি করি! প্রতিটি জায়গাতেই ব্যর্থ হয়ে আমি নাসিম ভাই বিষাদে ডুবে যাই। মাঝে মাঝে নাসিম ভাই বলে, নিজেদের মাটিতে একটা কোপও কি দিয়ে যেতে পারবনারে! আমি আরও বিষাদে ডুবে যাই... আবার গা ঝাড়া দিয়ে বলি, না ভাই পারতেই হবে। আবার যে যেখানে যেতে বলে সেখানেই কাঙ্গালের মতো ছুটে যাই। এবং অবশেষে এই ছবির মাহেন্দ্রক্ষণ সত্যিই এলো! আমাদের কাছে এই মুহূর্তটি যে কি! ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো কার্যনির্বাহী পরিষদের প্রতিটি সদস্যদের কাছে যে কি! জানি আমাদের সকল অভিনয়শিল্পীদের কাছেও তাই! একটা একটা দুইটা ইট! তারপর ইটের পর ইট। স্বপ্নতো আকাশ ছোঁয়া! এক্টরস হোম, ওল্ড হোম, বুক ক্যাফে, স্কুল অফ এক্টিং, অডিও ভিজুয়াল লাইব্রেরি, স্টুডিও হল, এক্টরস ক্লাব! আরও আরও কতো কি! জীবন তো একটাই! একটা একটা করে ইট দিয়ে আকাশ ছুঁতে চাই!’

রওনকের এই পোস্টের নিচে অভিনয় শিল্পী সংঘের সদস্যরা অভিনন্দন জানিয়েছেন তাদের দুই নেতাকে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা