× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকবির জয়ন্তীতে স্বপ্নীলের গান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মে ২০২৪ ১০:৪০ এএম

আপডেট : ০৫ মে ২০২৪ ১০:৫১ এএম

রবীন্দ্রসংগীতশিল্পী স্বপ্নীল সজীব। প্রবা ফটো

রবীন্দ্রসংগীতশিল্পী স্বপ্নীল সজীব। প্রবা ফটো

এ প্রজন্মের রবীন্দ্রসংগীতশিল্পীদের মধ্যে স্বপ্নীল সজীব তার গায়কি দিয়ে শ্রোতা-দর্শকের মনে একটা আলাদা অবস্থান করে নিয়েছেন। যে কারণে তরুণ কোনো রবীন্দ্রসংগীতশিল্পীর প্রয়োজন হলে তার নামটিই সবার আগে চলে আসে।

কবিগুরুর ১৬৩তম জয়ন্তীতে প্রকাশ হতে চলেছে স্বপ্নীল সজীবের কণ্ঠে রবীন্দ্রনাথের গান ‘ভালোবেসে সখী নিভৃত যতনে’। স্বপ্নীল সজীবের এ গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ হবে। এটি তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেলেও শোনা যাবে সব আন্তর্জাতিক অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

গানে নলিনী চরিত্রে স্বপ্নীলের সঙ্গে থাকছেন মডেল ড. মিয়ামী খুলদ। এটি পরিচালনা করেছেন ইয়ামিন এলান।

স্বপ্নীল সজীব

এ গান প্রসঙ্গে স্বপ্নীল বলেন, ‘প্রেমের কবি রবীন্দ্রনাথ তার জীবনকালে রচনা করেন অসংখ্য প্রেমের কবিতা ও গান। যার মাঝে লুকিয়ে আছে প্রেম, বিরহ, ব্যাকুলতা আর নিঃসঙ্গের এক মহা-উপাখ্যান। তার লেখা প্রতিটি শব্দই যেন আমার-আপনার কথাই বলে, পাওয়া-না পাওয়ার গোলমেলে হিসাব স্মৃতি হাতড়ে বেড়ায়। যতই গানে, সংগীতায়োজনে আধুনিকতা আসুক না কেন, রবীন্দ্রসংগীত টিকে থাকবে আপন মহিমায়। গুরুদেবের জন্মদিনে তার এ গান আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি।’

স্বপ্নীল সজীব বাংলা সংগীতের নানা ধারার গান গেয়ে থাকলেও রবীন্দ্রনাথের গানে বিশেষ সমাদৃত। বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, দুবাই, ব্রুনাই, মরক্কো, ইরান, মালয়েশিয়া, ভারত, নেপালে সংগীত পরিবেশন করেছেন। গানে হাতেখড়ি লুৎফুন নাহার লতার কাছে। এ ছাড়া রবীন্দ্রসংগীতের বিষয়ে তালিম নিয়েছেন ড. রেজওয়ানা চৌধুরী বন্যা, ওয়াহিদুল হকের কাছে। এ ছাড়া তাকে বিশিষ্ট সংগীতশিল্পী হিসেবে অভিজ্ঞানপত্র দিয়ে সম্মান প্রদান করেছেন ইউএসএর সিনেটর, লস অ্যাঞ্জেলসের মেয়র, ভারতীয় হাইকমিশন, ইউএস অ্যাম্বাসি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অব কালচার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার।

বাংলাদেশ সরকার কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহে তিনি স্বর্ণপদক পান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা