প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৪ ১৩:৪৫ পিএম
সংগীতশিল্পী অপু আমান। প্রবা ফটো
বাংলাদেশের সংগীতাঙ্গনের
ভার্সেটাইল একজন গায়ক অপু আমান। ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে’ বাংলাদেশের অন্যতম বিস্ময়কর
বালকও তিনি। অন্য অনেক শিল্পীর মতো তিনিও গানের সুর-সংগীত করে থাকেন। তবে গান গাওয়ার
প্রতিই ফোকাস তার বেশি। কারণ নিজেকে একজন সংগীতশিল্পী হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য
বোধ করেন। অন্য সুরকারের সুরে গান গাইতেই বেশি ভালো লাগে অপু আমানের। তবে মাঝে মাঝে
নিজের করা কিছু গানের সুরের প্রতি তার নিজেরও ভীষণ ভালো লাগা জন্ম দেয়। তেমনই একটি
গান ‘কিছু তো বলো’।
ডা. শেখ মোহাম্মদ
নূর ই আলমের লেখা ও অপু আমানের সুর-সংগীতে এ গান এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে।
অপু আমানের গল্পে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আকরাম খান।
অপু আমান বলেন,
‘গান গাওয়ার পাশাপাশি গানের সুর-সংগীত করতেও আমার ভীষণ ভালো লাগে। অনেক যত্ন নিয়ে নতুন
গানটি করেছি। এটি প্রকাশের পর সবাই বেশ ভালো বলছেন। আমিও অনুপ্রাণিত হলাম।’
অপু আমান জানান,
কিছু তো বলো গানটিতে মিউজিক ভিডিওতে তার সঙ্গে মডেল হিসেবে আছেন সাদিয়া জান্নাতী।
অপু আমানের কণ্ঠে
জনপ্রিয় গান হচ্ছে ‘আজ বৃষ্টির দিন আমি তুমি হীন’। উল্লেখ্য, গাজী মাজহারুল আনোয়ারের
লেখা ও দিঠি চৌধুরীর গাওয়া ‘রবি ঠাকুর’ ও ‘ঘড়ির কাঁটা’ দুটি গানের সুর করেছেন অপু আমান।
দুটি গানই রয়েছে প্রকাশের অপেক্ষায়।