× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যে যাত্রা স্বপ্নের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ মে ২০২৪ ১৩:২৮ পিএম

তারিন জাহান।

তারিন জাহান।

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে শোবিজে পথ চলছেন। নাচ, গান ও অভিনয় দিয়ে জয় করেছেন দর্শকের মন। তবে তিনি সবচেয়ে বেশি নিয়মিত অভিনয়েই। বহু দর্শকনন্দিত নাটকে তার অভিনয় মুগ্ধতা ছড়িয়েছে। বাংলাদেশে গেল বছর তার অভিনীত সিনেমা হৃদি হক পরিচালিত ‘১৯৭১ সেইসব দিন’ মুক্তি পায়। সিনেমাটিতে তারিন জাহানের অনবদ্য অভিনয় বেশ প্রশংসিত হয়। এবার তার অভিষেক হয়েছে ওপার বাংলায়। গেল শুক্রবার মুক্তি পেয়েছে তার অভিনীত মানসী সিনহা পরিচালিত ‘এটা আমাদের গল্প’ সিনেমা।

মুক্তির পর থেকেই দর্শক বেশ আগ্রহ নিয়ে সিনেমাটি উপভোগ করছে বলে খবর পাওয়া গেছে। তারিন বেশ খুশি সিনেমার রেসপন্স নিয়ে। তারিন বলেন, ‘প্রচণ্ড গরম উপেক্ষা করেও সেখানকার দর্শক হলে গিয়ে “এটা আমাদের গল্প” সিনেমাটি উপভোগ করেছেন। দর্শকের এ আগ্রহ আর ভালোবাসায় আমি আপ্লুত। বিদেশের মাটিতে আমার এ যাত্রা বলা চলে স্বপ্নের মতো হলো।’

এটা আমাদের গল্প সিনেমার গল্প বউ-শাশুড়ির রাগ-অভিমান-ভালোবাসা ঘিরে। মানুষের যখন বয়স হয়ে যায় তখন মানুষ একা হয়ে যায়। সে বয়সে প্রেমে পড়াটা অপরাধ নয়। একা থাকার চেয়ে কাউকে ভালোবেসে ভালো থাকাটা ভালোÑএমন বার্তাই দিয়েছে ছবিটি। গল্পে তারিন বাংলাদেশের একটি হিন্দু পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। এদিকে বাংলাদেশে তারিনের সহশিল্পীরা অধীর অপেক্ষায় আছেন সিনেমাটি দেখবেন বলে। অভিনেত্রী জানান, খুব শিগগিরই সিনেমাটি বাংলাদেশেও মুক্তি পাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা