× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পার্বতীর জীবন নিয়ে জয়গুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ মে ২০২৪ ১৪:২৬ পিএম

আপডেট : ০৩ মে ২০২৪ ১৪:৩১ পিএম

পার্বতীর জীবন নিয়ে জয়গুরু

বাউলসংগীত ও দর্শনকে আন্তর্জাতিক স্তরে যেসব শিল্পী ছড়িয়ে দিয়েছেন, তার মধ্যে পার্বতী বাউল অন্যতম। ভারতের পশ্চিমবঙ্গের এই শিল্পীর জীবনের গল্পে তৈরি হচ্ছে হিন্দি ছবি। এর নাম ‘জয়গুরু’। ছবিটি পরিচালনা করবেন টলিপাড়ার অভিনেতা ও পরিচালক সৌম্যজিৎ মজুমদার।

সম্প্রতি নিউইয়র্কের টাইমস স্কয়ারে তার সংগীত পরিবেশনের পর পার্বতী নিজের মুখে এই ছবির কথা ঘোষণা করেছেন। সৌম্যজিৎ অভিনেতা হিসেবে টলিপাড়ার পরিচিত মুখ। এর আগে তিনি ‘হোমকামিং’ নামে একটি ছবি পরিচালনা করেছিলেন। এবার তিনি পার্বতী বাউলের জীবনকে কেন্দ্র করে ছবি তৈরি করতে যাচ্ছেন। 

জানা গেছে, দক্ষিণ এশিয়ায় ভারত (লোক আর্টস কালেকটিভ), ইংল্যান্ড (মোরিঙ্গা স্টোডিয়োজ), আমেরিকা (অ্যাডিটেড মোশন পিকচার্স) ও ফ্রান্সের (চয়ন সরকার) যৌথ প্রযোজনায় জয়গুরুই প্রথম ছবি হতে চলেছে। আগামী বছরের শুরুতে ছবিটির শুটিং শুরু হবে। কলকাতা, শান্তিনিকেতন ছাড়াও লোকেশনের মধ্যে থাকছে বৃন্দাবন, কেরল, ইংল্যান্ড, আমেরিকা ও ফ্রান্স।

ছবিটি নিয়ে সৌম্যজিৎ বলেন, ‘তার সঙ্গে প্রথম আলাপের পর থেকেই আমার ইচ্ছাটা প্রবল হয়। তারপর এক বছর ধরে তার আশ্রমে যাতায়াত শুরু করি। চিত্রনাট্য তৈরি করি। সেটি তার পছন্দও হয়েছে। এবার সিনেমা তৈরির পালা।’

পার্বতীর মতো শিল্পী তাকে এই কাজে অনুমতি দিয়েছেন বলেও তার প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুললেন না সৌম্যজিৎ। এই ছবির কাঠামো নিয়ে এখনই খুব একটা খোলসা করতে রাজি নন পরিচালক। তবে সৌম্যজিৎ জানালেন, গল্পে একজন বাউলশিল্পীর (রাধিকা) সঙ্গে মুম্বাইয়ের একজন সংগীত পরিচালকের (ঋত্বিক) কাজের সূত্র ধরে এগিয়ে যাবে গল্প। রেকর্ডিং স্টুডিওতেই বাউলশিল্পীর মুখে তার অতীত জীবনের কাহিনী উঠে আসবে। একসময় হঠাৎ পার্বতী বাউল নিরুদ্দেশ হন। কেন সেই উত্তরও রয়েছে ছবিতে।’

ছবির চিত্রনাট্যের কাজ চলছে। আসন্ন কান চলচ্চিত্র উৎসবে ছবিটি ফিল্ম মার্কেটেও জায়গা করে নিয়েছে। এই ছবি নিয়ে উচ্ছ্বসিত পার্বতী নিজে। তার কথায়, ‘এক বছর ধরে সৌম্যজিৎ ছবিটি নিয়ে গবেষণা চালিয়েছেন। তার পরিশ্রম আমাকে মুগ্ধ করেছে।’

পর্দায় পাবর্তীর চরিত্র ও সংগীত পরিচালকের চরিত্রটির জন্য মুম্বাইয়ের একাধিক অভিনেতার সঙ্গে এরই মধ্যে কথাবার্তা শুরু হয়েছে বলে জানান পরিচালক। আগামী মাসে ছবির চিত্রনাট্য নিয়ে কান চলচ্চিত্র উৎসবেও তিনি উপস্থিত থাকার চেষ্টা করবেন বলে নিশ্চিত করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা