প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪ ১৫:৩৮ পিএম
জয়া আহসান। প্রবা ফটো
দুই বাংলার জনপ্রিয়
অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলার পর বলিউডের সিনেমায়ও নাম লিখিয়েছেন। তাকে বলিউডের
‘করক সিং’ নামের সিনেমায় দেখা গেছে। সিনেমাটি নির্মাণ করেছেন অনিরুদ্ধ রায়চৌধুরী। সিনেমায়
জয়ার সহশিল্পী ছিলেন বলিউডের খ্যাতিমান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি, সানজানা সাঙ্ঘি, মালয়ালম
অভিনেত্রী পার্বতী থিরুবথু প্রমুখ। চলতি বছরেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
এটি দিয়ে বেশ প্রশংসা পেয়েছেন জয়া।
নতুন খবর, কড়ক সিং সিনেমার পরিচালকের আরও একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জয়া আহসান। সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। বয়স জয় করে তারুণ্যে উজ্জ্বল জয়া এবার মায়ের ভূমিকায় আসবেন দর্শকের সামনে। সিনেমায় জয়ার স্বামীর চরিত্রে অভিনয় করবেন চন্দন রায় সান্যাল। গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন পশ্চিমবঙ্গের গুণী অভিনেতা শাশ্বত চট্টপাধ্যায়। দেখা যাবে আরও জনপ্রিয় অনেক তারকা।
ভারতীয় গণমাধ্যম
আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক অনিরুদ্ধ এ সিনেমা সম্পর্কে বিস্তারিত
বলেছেন। তিনি জানান, রক্তের সম্পর্কের চেয়েও ভালোবাসার সম্পর্ক জোরালো হয়। মেয়েকে বড়
করার মাধ্যমে মায়ের জীবনের উত্তরণ হয়। সে পরিপূর্ণ হয়। সিনেমায় বাবা-মা ও সন্তানের
সম্পর্কের বিশেষ দিক উঠে আসবে পর্দায়। কিছু গল্প আছে, যেগুলো নিজের ভাষায় বলতে ইচ্ছা
করে, তেমনই এক সিনেমা ‘ডিয়ার মা’।
নতুন সিনেমা ডিয়ার
মা নিয়ে উচ্ছ্বসিত জয়া নিজেও। সিনেমার বিস্তারিত প্রকাশ করছেন নিজের সমাজমাধ্যমে। লেখেন,
‘কড়ক সিংয়ের পর দ্বিতীয় দফায় সুযোগ দেওয়ার জন্য অনিরূদ্ধ রায়চৌধুরীকে কৃতজ্ঞতা জানাই।
দ্রুতই শুরু হবে শুটিং।’
জানা গেছে, মে
মাসের তৃতীয় সপ্তায় শুরু হবে সিনেমার শুটিং। এর আগে অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে ওয়ার্কশপ
করে নিচ্ছেন পরিচালক।
মুক্তির অপেক্ষায়
আছে জয়ার বেশ কিছু সিনেমা। তার মধ্যে অন্যতম ‘ফেরেশতে’। ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র
উৎসবে উদ্বোধনী সিনেমা হিসেবে এটি প্রদর্শিত হয়েছে। বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায়
নির্মিত সিনেমাটির পরিচালক মুর্তজা অতাশ জমজম। ঢাকা উৎসবের পর এবার ইরানের ফজর চলচ্চিত্র
উৎসবেও উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হলো ফেরেশতে। উৎসবে প্রদর্শনীর পর জয়া আহসান,
রিকিতা নন্দিনী শিমু ও সুমন ফারুক অভিনীত ছবিটি প্রশংসাও পেয়েছে। ছবিটি ইরানের সবচেয়ে
বড় এ চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে। ছবিটির প্রধান চরিত্রে
অভিনয় করেছেন জয়া আহসান, সুমন ফারুক ও রিকিতা নন্দিনী শিমু। এর মুক্তির তারিখ এখনও
চূড়ান্ত হয়নি।
অন্যদিকে অভিনয়ের
বাইরে উন্নয়নকর্মী হিসেবেও কাজ করছেন জয়া আহসান। সম্প্রতি এ অভিনেত্রী দ্বিতীয়বারের
মতো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত নিযুক্ত হয়েছেন। এ বছরের ডিসেম্বর
পর্যন্ত স্বেচ্ছাসেবী হিসেবে ইউএনডিপির সঙ্গে কাজ করবেন তিনি।
ইউএনডিপির শুভেচ্ছাদূত
হিসেবে এ দুই বছরে তিনি মূলত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি-২০৩০ অর্জনে সবার
সচেতনতা বাড়াতে কাজ করবেন।