× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন নাটকে স্বর্ণলতা-সুজন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪ ১০:৪২ এএম

স্বর্ণলতাও আফজাল সুজন। প্রবা ফটো

স্বর্ণলতাও আফজাল সুজন। প্রবা ফটো

নাট্যনির্মাতা সরদার রোকন কিছুদিন পরই জীবনের প্রথম সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। সিনেমা নির্মাণের জন্যই এখন নিজেকে প্রস্তুত করছেন। চলছে গল্প নিয়ে ভাবনা। তবে তার আগে হাতে থাকা কাজগুলোও গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি। ঠিক তেমন একটি কাজ শেষ করেছেন। নির্মাণ করেছেন নাটক।

সরদার রোকন সব সময়ই চেষ্টা করেন জীবনঘনিষ্ঠ গল্প নিয়ে নাটক নির্মাণের। ঠিক তেমনই একটিবড় লোকের মেয়ে রিকশাওয়ালার বউ’। নির্মাতা জানান, নাটকের নাম আগে একটু অন্যরকম ছিল। কিন্তু নামটি পরিবর্তন করা হয়েছে নাটকের নাট্যকার এনডি আকাশের সঙ্গে কথা বলে। নাটকে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন স্বর্ণলতা আফজাল সুজন।

সাম্প্রতিক সময়ে রাশেদ জামানের পরিচালনায়ভালো ছেলে’ নাটকে নামভূমিকায় অভিনয় করে বেশ আলোচনায় এসেছেন আফজাল সুজন। স্বর্ণলতাও সময়ের অভিনয়শিল্পীদের মধ্যে জনপ্রিয় একজন।

স্বর্ণলতাও আফজাল সুজন

সরদার রোকন বলেন, ‘স্বর্ণলতা আফজাল সময়ের অভিনয়শিল্পীদের মধ্যে আলোচিত। দুজনের অনবদ্য অভিনয়ে আমি মুগ্ধ। আশা করি নাটকটি ভালো লাগবে সবার।’

সরদার রোকন জানান, এরই মধ্যে নাটকটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। স্বর্ণলতা দেবনাথ বলেন, ‘জীবনঘনিষ্ঠ গল্পের নাটকটিতে অভিনয় করে ভালো লেগেছে আমার। রোকন ভাইয়ের নির্দেশনাও এক কথায় চমৎকার। তিনি খুঁটিনাটি সব ডিটেইল বুঝিয়ে দেন। আমি যত দূর জানি তিনি আমাদের প্রিয় অভিনেতা শহীদুজ্জামান সেলিম ভাইয়ের সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। যে কারণে নির্মাণে তিনিও বেশ দক্ষ। তার স্টোরি টেলিংটা ভালো লেগেছে আমার কাছে। এরই মধ্যে নাটকটির জন্য বেশ সাড়াও পাচ্ছি। আফজাল সুজনের সঙ্গে এর আগেও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। তার সঙ্গে অভিনীত নাটকগুলোর বেশ সাড়া মিলছে।’

আফজাল সুজন বলেন, ‘রোকন ভাই আমার কাছে বেস্ট একজন ডিরেক্টর। তার নির্দেশনায় নির্মিত নাটকটি দারুণ সাড়া ফেলেছে। কৃতজ্ঞ তার প্রতি।’

নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন খলিলুর রহমান কাদেরি, জিদান প্রমুখ। এর আগে স্বর্ণলতা আফজাল সুজনের অভিনীত উল্লেখযোগ্য নাটক হচ্ছেএক যে ছিল রাজা রানী’, ‘পাশের বাসার সুন্দরী’, ‘সিনিয়র গার্লফ্রেন্ড’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা