× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রিন্স মাহমুদের সুরে

মা গানে প্রশংসিত শাকিব খান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪ ১১:২১ এএম

প্রিন্স মাহমুদ ও শাকিব খান।

প্রিন্স মাহমুদ ও শাকিব খান।

‘রাজকুমার’ সিনেমারআমি রাজকুমার’ গানটি প্রকাশের পর থেকে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন শাকিব ভক্তরা। সেই ক্ষোভের মধ্যে স্বস্তি নিয়ে এসেছিল ‌‘বরবাদ’ গানটি। প্রিন্স মাহমুদের কথা সুরের গানটি প্রাণ জুড়িয়েছে সবার। এবার প্রকাশ হলো রাজকুমেরমা’ শিরোনামের নতুন গান। প্রকাশের পর থেকে গানটির আবেগে পড়েছেন শ্রোতারা। সোশ্যাল মিডিয়ায় আলোচনার শীর্ষে গান।

‘ওমা তুমি একবার এসে ধর জড়ায় বুকে, বাপজান বইলা চুমায় চুমায় ভর এই মুখে, বাপজান ডাক ওই মুখে, বুকটা খালি লাগে, বুকটা খালি লাগে ছোটবেলার মতো ধর জাপটাই, ত্রিভুবনে জনমের শোধ, মা আমার একটাই এমন কথায় গানটি গেয়েছেন রিয়াদ। সেই রিয়াদ যার কণ্ঠে প্রিয়তমা সিনেমার ঈশ্বর গান দেশজুড়ে শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছি। এবারও রিয়াদ গাইলেন প্রিন্স মাহমুদের সুর সংগীতে।

শাকিব খান

গানটি শুনে একজন শাকিব ভক্ত লেখেন, ‘মাকে নিয়ে এমন মধুর সুরের একটি গানে পরানটা জুড়িয়ে গেল।’

আরেকজন লিখেছেন, ‘আহা কি শ্রুতি মধুর গান। মা, কতগুলা বছর আপনি নেই আমাদের মাঝে। হলে যখন শুনি মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। ২৫ বছর আগে সেই ছোট্ট ছেলেটি মা কি? সেটা বোঝার আগেই যে মাকে হারায়। মা আল্লাহ আপনাকে বেহেশত নসিব করুন। আমিন।’

আরেকজন লেখেন, ‘মসজিদ মা! মদিনা মামা নিয়ে সহস্র গানের মাঝে এই গান হৃদয়জুড়ে রাখলাম,এই গানকে স্পর্শকাতর করে তুলেছে আমাদের অহংকার শাকিব খান। মনটা ভরে তোলে এই গানে।’

ঈদ উপলক্ষে দেশের ১২৬ হলে মুক্তি পেয়েছে রাজকুমার। দেশ মাতিয়ে গেল ১৯ এপ্রিল যুক্তরাষ্ট্র কানাডায় মুক্তি পেয়েছে সিনেমাটি। ২৫ এপ্রিল থেকে সিনেমাটি অস্ট্রেলিয়াতেও মুক্তি পেয়েছে। আগামী ২ মে মধ্যপ্রাচ্য মাতাবে সুপারস্টার শাকিব খানের ‘রাজকুমার। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক হিমেল আশরাফ। তিনি ফেসবুকে জানান, ‘রাজকুমার মুক্তি পাচ্ছে মধ্যপ্রাচ্যে ২ মে থেকে। টিকিট পাওয়া যাবে ৩০ তারিখ থেকে। আবু ধাবির ‘ভক্স এর পাশাপাশি আরো ১/২টা চেইনের সিনেমা হলও থাকবে বলে আশা করা হচ্ছে। চূড়ান্ত হল লিস্ট আগামী সপ্তাহের শুরুতে পাওয়া যাবে।

পরিচালক বলেন, ‌‘আপাতত দুবাই, শারজাহ ও আজমানের ৪ টি হলের আশেপাশে যারা আছেন তারা দলে বলে তৈরি হয়ে যান। বাংলাদেশের সিনেমা দিয়ে আরব আমিরাতে বড় কিছু ঘটাতে হবে। শুধু ভারতীয়রা না, মধ্যপ্রাচ্যে যে আমরা অনেক বাংলাদেশিও থাকি সেটা সবাইকে জানাতে হবে।

‘রাজকুমার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে রয়েছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি আরও রয়েছেন, তারিক আনাম খান, মাহিয়া মাহি প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন ভার্সেনটাইল মিডিয়া। কোটি টাকা ব্যয়ে সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা