× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিমের দিনকাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪ ১০:১৭ এএম

বিদ্যা সিনহা মিম। প্রবা ফটো

বিদ্যা সিনহা মিম। প্রবা ফটো

বিদ্যা সিনহা মিম ২০০৭ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার খেতাব জয় করে শোবিজে পা রাখেন। অভিনয় ক্যারিয়ার শুরু করেন প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হ‍ুমায়ূন আহমেদের পরিচালনায় ‘আমার আছে জল’ সিনেমা দিয়ে। সেখানে তিনি সহশিল্পী পান জাহিদ হাসান, ফেরদৌস, মেহের আফরোজ শাওনকে। প্রথম সিনেমাতেই অভিনয় করে দর্শক মুগ্ধ করেন তিনি।

এরপর বহু নাটকেও অভিনয় করে জনপ্রিয়তা পান মিম। তবে কয়েক বছর ধরে ছোটপর্দা বলতে কেবল বিজ্ঞাপনেই দেখা মেলে তার। সিনেমায় নিয়মিত হয়ে নাটক ছেড়েছেন। প্রয়াত খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকীর আলো’ সিনেমায় অভিনয়ের জন্য মিম সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হয়েছেন। ২০২২ সালে রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমাতে গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে তিনি একজন জাত অভিনেত্রী হিসেবে দর্শক মাতিয়েছেন। তার অভিনয়ের মুন্সিয়ানা দেখা গেছে ‌‘দামাল’ ছবিতেও। কাজ করেছেন সর্বশেষ সঞ্জয় সমদ্দারের ‘মানুষ’ সিনেমায়। এরপর বেশ অনেকটা সময় কেটে গেছে মিম নেই কোনো সিনেমায়। তিনি জানান, চমক অপেক্ষা করছে। নতুন গল্পের সিনেমা নিয়ে ফিরতে যাচ্ছেন শিগগিরই।

বিদ্যা সিনহা মিম

আগামী ১১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির প্রথম সম্মাননা প্রদান (বিএফডিএ) অনুষ্ঠান। এই আয়োজনে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠে যেতে পারে মিমের হাতে। তিনি সেরা অভিনেত্রীর তালিকায় মনোনয়ন পেয়েছেন।

মিম বলেন,‌ ‘পরিচালকরা আমাদের ক্যাপ্টেন। তাদের আয়োজিত কোনো প্রতিযোগিতায় মনোনয়ন পাওয়াটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’

আজ রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে লাক্সের ১০০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই আয়োজনে অংশগ্রহণ করবেন লাক্সতারকা মিম। অনুষ্ঠানে পারফর্মও করবেন তিনি। লাক্স সুপারস্টার হওয়ার পর লাক্সের বেশ কয়েকটি বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন মিম। সে নিয়েও বেশ উচ্ছ্বসিত তিনি। মিম বলেন, ‘লাক্স আসলে আমার জীবনজুড়ে জুড়িয়ে আছে। লাক্স চ্যানেল আই সুপারস্টার হিসেবেই আমার জীবনের নতুন দিগন্তের সূচনা। আজ লাক্সের শত বছর পুর্তি অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পারছি, এটাও এক অন্যরকম ভালো লাগা।’

এদিকে ওয়াহিদ তারেক পরিচালিত ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমায় মিম শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন মিম। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা