প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪ ১০:২১ এএম
সিরিজটিতে অভিনয় করেছেন এলা পার্নেল, ওয়াল্টন গোগিন্স।
পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে পৃথিবী ধ্বংসের দ্বারপ্রান্তে। একদল বিজ্ঞানী এবং উঁচু সমাজের কিছু লোক মিলে মাটির নিচে ভল্ট নামে এক নতুন আবাসস্থল সৃষ্টি করেন; যা পরিকল্পিতভাবে বোমা বিস্ফোরণের আগেই বানিয়ে রাখা হয়েছিল মানব অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এবং স্বার্থ হাসিলে তারা এ ভল্টে গিয়ে লুকান।
এদিকে বোমা বিস্ফোরণের ২০০ বছর পরে কিছু প্রাণী মিউটেশন করে দৈত্যাকার রূপ নেয়। টিকে থাকা ওপরোল্লিখিত মানুষ পৃথিবীর রেডিয়েশন আর বিশুদ্ধ পানি, খাবারের জন্য বর্বর-নিষ্ঠুর হয়ে একে অন্যকে হত্যা করে বেড়ায়। টানটান উত্তেজনায় ভরপুর রোমাঞ্চকর এ জার্নির বাকিটা জানতে দেখতে হবে জোনাথন নোলা ও ক্লের কিলনার পরিচালিত ফলআউট সিরিজটি।
যারা স্টার ওয়ার্স ইউনিভার্সের সিরিজগুলো দেখেছেন তাদের জন্য হতে যাচ্ছে অন্যতম সেরা সিরিজ এটি। অ্যাকশন, ভিএফএক্স, সিনেমাটোগ্রাফি দর্শদের রোমাঞ্চকর এক জার্নি উপহার দেবে নিঃসন্দেহে। প্রাইম ভিডিওতে ১১ এপ্রিল থেকে সিরিজটি দেখতে পাচ্ছেন। সিরিজটিতে অভিনয় করেছেন এলা পার্নেল, ওয়াল্টন গোগিন্স।