× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ত্রিবেণি নিয়ে আসছেন নওশাবা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪ ১৩:০৯ পিএম

কাজী নওশাবা আহমেদ।

কাজী নওশাবা আহমেদ।

কাজী নওশাবা আহমেদ সামগ্রিকতায় বিশ্বাস করেন। বিশ্বাস করেন শিল্পের শক্তিতে। এসব মূল্যবোধ তার সমস্ত সৃষ্টিতে চিত্রিত হয়। এরই ধারাবাহিকতায় আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালার মূল মঞ্চে ব্রিটিশ কাউন্সিল ও ঢাকা থিয়েটার আয়োজিত ইন্টারন্যাশনাল ডিজঅ্যাবিলিটি আর্ট ফেস্টিভ্যাল ২০২৪-এ অনুষ্ঠিত হবে মিউজিক্যাল পাপেট থিয়েটার ‘ত্রিবেণি’।

কাজী নওশাবা আহমেদের পরিচালনায় রংপুর বিভাগের শারীরিক প্রতিবন্ধকতা জয় করা কিছু অদম্য শিল্পীর পরিবেশনায় মঞ্চে আসবে এ শোটি।

নওশাবা বলেন, ‘ত্রিবেণি এমন একটি গল্প যা সামগ্রিকতা, আধ্যাত্মিকতা এবং আধুনিক সময়ের স্নায়ুযুদ্ধ তথা বিভাজনগুলো একটি প্রতীকী উপায়ে অতিক্রম করার জন্য আত্মিক মিলনের যাত্রা সম্পর্কে কথা বলে। মিউজিক্যাল পাপেট থিয়েটার ত্রিবেণি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী সৃষ্টি ‘রক্ত করবী’কে বর্তমান প্রেক্ষাপটে উপস্থাপন করার একটি প্রয়াস।’

ত্রিবেণি নাটকটির মূল ভাবনায় কাজী নওশাবা আহমেদ। একে গল্পে রূপান্তরিত করেছেন এজাজ ফারাহ। এর সংগীত আয়োজন করেছেন এজাজ ফারাহ ও অভিষেক ভট্টাচার্য। শিল্প নির্দেশনা ও পাপেট তৈরির কাজ করেছেন জিহান করিম ও চয়ন কুমার। শ্যাডো পাপেট চিত্রায়ণ করেছেন মোস্তাক মোর্শেদ ও মতিন। আলোক পরিকল্পনা সাহিল রনি। নৃত্য পরিচালনা করেছেন আনন্দিতা খান।

এতে পোশাক পরিকল্পনায় আছেন সারাহ অরণি। পোস্টার পরিকল্পনা করেছেন চয়ন কুমার ও প্রকৃতি নাযারিনা আহমেদ। ক্রিয়েটিভ ডিরেক্টর ও সমন্বয়কের কাজ করেছেন অমিত সিনহা। সার্বিক সহযোগিতায় টুগেদার উই ক্যান এবং প্রযোজনায় আছে সুন্দরম রংপুর বিভাগ।

ত্রিবেণি উপভোগ করতে ফ্রি রেজিস্ট্রেশন করা যাবে https://dare-festival.com/theatre/3-এ লিঙ্কে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা