× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভালো গল্পের খোঁজে ঐন্দ্রিলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪ ১২:৪০ পিএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪ ১২:৪১ পিএম

ঐন্দ্রিলা আহমেদ। প্রবা ফটো

ঐন্দ্রিলা আহমেদ। প্রবা ফটো

ঐন্দ্রিলা আহমেদ। কিংবদন্তি অভিনেতা বুলবুল আহমেদের মেয়ে। নিজের অভিনয়প্রতিভা দিয়ে বাবার সুনামের ছায়া জয় করে নিজ নামেই প্রতিষ্ঠিত হয়েছেন। পরিণত হয়েছেন ছোটপর্দার প্রিয়মুখে। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায়ও অনবদ্য তিনি। তবে বেশ কয়েক বছর যাবৎ তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানেপার্টনারশিপ অ্যানালাইন্স ম্যানেজার’ হিসেবে কর্মরত আছেন। যে কারণে চাইলেও অভিনয়টা নিয়মিত করতে পারেন না। এরই মধ্যে বেশ কয়েক বছর আগে যখন চাকরিতে যোগ দেননি, তখন টানা কয়েকটি ভালো গল্পের নাটকে অভিনয় করেছিলেন ঐন্দ্রিলা। তবে চাকরিতে যোগ দেওয়ার পর সময় বের করা যেন একটু কঠিনই হয়ে গেছে তার জন্য।

ঐন্দ্রিলা আহমেদ

কেবল উপস্থাপনাটা নিয়মিত করে যাচ্ছেন। গেল ঈদেও মাছরাঙা, এসএ টিভিতে বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করেছেন।

অভিনয়ে তিনি যেমন দর্শকের মন জয় করে নিয়েছেন, তেমন উপস্থাপনায়ও দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন। বর্তমানে শুধু বাংলাভিশনে তার উপস্থাপনায় এবং সুব্রত দে’র প্রযোজনায় প্রচার হচ্ছেআমাদের রান্নাঘর’ অনুষ্ঠানটি। তিন বছর যাবৎ তিনি অনুষ্ঠানের উপস্থাপনা করছেন।

ঐন্দ্রিলা জানান, নিয়মিতই অভিনয়ের প্রস্তাব পান। তবে সেগুলো মনমতো হয় না বলেই কাজ করা হয় না। অভিনয় এবং উপস্থাপনা প্রসঙ্গে ঐন্দ্রিলা বলেন, ‘ওটিটি প্ল্যাটফর্ম, টিভিনাটক কিংবা শর্টফিল্মে অভিনয়ের জন্য নিয়মিতই প্রস্তাব আসে। যখন স্ক্রিপ্ট চাই, স্ক্রিপ্টও পাঠান তারা। কিন্তু আমার মনের মতো হয় না বিধায় কাজ করা হয়ে উঠছে না। আবার এও সত্য, সেসব কাজ ছেড়ে দিয়ে আমার মন খারাপও হয় না। বিজ্ঞাপনে কাজ করারও প্রস্তাব আসে। ব্যাটে বলে মিলে গেলেই বিজ্ঞাপনে কাজ করব। পাশাপাশি নিজের চাকরি নিয়েও ব্যস্ত থাকতে হয়। শিডিউল মেলাতে গেলেও ঝামেলা হয়।’

ঐন্দ্রিলা সর্বশেষ সজলের বিপরীতেপ্রদীপ’ নামে একটি নাটকে অভিনয় করেছিলেন। ছয় বছর আগে রুবেল হাসানের পরিচালনায় অপূর্বর বিপরীতেবিলাভড’ নাটকে বিরতির পর অভিনয়ে ফিরে আলোচনায় এসেছিলেন ঐন্দ্রিলা। সে সময় টানা বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন। যার মধ্যেফেক লাভ’, ‘সাংসারিক ভালোবাসা’, ‘অপরাধী’আতঙ্ক’ বিশেষভাবে উল্লেখযোগ্য।

ছোটবেলায় ঐন্দ্রিলা বাংলাদেশ টেলিভিশনে প্রথম উপস্থাপনা করেন ছোটদের অনুষ্ঠানহাসিখুশি’। এর পর থেকে বিভিন্ন বিশেষ অনুষ্ঠানের উপস্থাপনা করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা