× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মঞ্চে ফিরছে খনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪ ১১:৪৭ এএম

মঞ্চ নাট্যসংগঠন বটতলার নন্দিত নাট্য প্রযোজনা ‘খনা’।

মঞ্চ নাট্যসংগঠন বটতলার নন্দিত নাট্য প্রযোজনা ‘খনা’।

মঞ্চ নাট্যসংগঠন বটতলার নন্দিত নাট্য প্রযোজনাখনা’। আবারও নাটকটি আসছে মঞ্চে। আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় সামিনা লুৎফা নিত্রা রচিত মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটির প্রদর্শনী হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে। নির্দেশকের মতে, খনা এমন এক আখ্যানের মঞ্চকৃতি যা নারী শ্রেণির প্রশ্ন সামনে আনে। গল্পটা পনেরশ বছর আগের হলেও আজও সমান প্রাসঙ্গিক। ঘরের বাইরে পা ফেলা নারীর প্রথম বাধা যে ঘরের ভেতর থেকেই আসে, তার প্রমাণও পাওয়া যাবে নাটকে। প্রজন্মান্তরে চলা যে কৃষি জ্ঞান প্রজ্ঞা খনার নামে বহমান তার ঠিকুজি কুষ্ঠির খোঁজে নাটক খনা চলে চাষিদের বেগুন ক্ষেত, কলাবাগান মাড়িয়ে ছোট্ট উঠানে। আর খনা তার জীবনের নানা প্রশ্নের ঊর্ধ্বে এক অন্য সত্যের মুখে দাঁড় করান দর্শককে।

আন্তর্জাতিক নারী দিবসের শততম বর্ষপূর্তিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সহস্র সাধারণের সামনে প্রথম মঞ্চায়ন থেকে শুরু করে গত ৮৬টি প্রদর্শনীতে খনা দেশে-বিদেশে অসংখ্য দর্শকের অভিনন্দন প্রশংসায় ঋদ্ধ হয়েছে।

প্রশংসা এসেছে গুণীদের কাছ থেকেও। নাট্যজন আতাউর রহমান বলেন, ‘খনার ভেতর দিয়ে আমি সক্রেটিস থেকে নিয়ে মহাত্মা গান্ধীর মতো মহামানবদের উপস্থিতি উপলব্ধি করেছি।’

প্রয়াত নাট্যজন আলী যাকের নাটক নিয়ে বলেছিলেন, ‘বলাই বাহুল্য, ঢাকার মঞ্চে আমার দেখা সেরা নাটকগুলোর মধ্যে অন্যতম হলো খনা।’

খনার ৮৭তম প্রদর্শনীতে অভিনয় করবেন সামিনা লুৎফা নিত্রা, মোহাম্মাদ আলী হায়দার, ইমরান খান মুন্না, ইভান রিয়াজ, তৌফিক হাসান, মিজানুর রহমান, আবদুল কাদের, শেউতি শাহগুফতা, মাহবুব মাসুম, পঙ্কজ মজুমদার, কামারুজ্জামান সাঈদ, হুমায়ুন আজম রেওয়াজ, রানা তেওয়ারি, হাফিজা আক্তার ঝুমা, লোচন পলাশ, রিশাদুর রহমান রিশাদ, সানজানা ফারাহ, সানজিদা ইয়াসমীন, শাহনেওয়াজ ইফতি, আশরাফুল ইসলাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা