× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবশেষে জানা গেল মুক্তির তারিখ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪ ১১:৩৮ এএম

বাংলাদেশে প্রথম স্প্যানিশ ভাষার ছবি হিসেবে মুক্তি পাবে এটি। প্রথম আর্জেন্টাইন এবং দক্ষিণ আমেরিকান ছবিও হবে এটি।

বাংলাদেশে প্রথম স্প্যানিশ ভাষার ছবি হিসেবে মুক্তি পাবে এটি। প্রথম আর্জেন্টাইন এবং দক্ষিণ আমেরিকান ছবিও হবে এটি।

দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ, প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানো এবং দীর্ঘ অপেক্ষা বিশ্বকাপ জয়কে করেছে বেশ নাটকীয়। বিশ্বকাপ জিতে সর্বকালের সেরাদের কাতারে নাম লিখিয়েছেন মেসি নিজেও। বিশ্বকাপকে অনেকেই ফুটবল বিশ্বকাপের সেরা আসর হিসেবে আখ্যায়িত করেছেন।

একের পর এক অঘটন আর শেষমেশ মেসির হাতে বিশ্বকাপ- এমন বিশ্ব আসরকে সেরা বলতে বাধ্য যে-কেউ। আর্জেন্টিনার সমর্থকদের জন্যও কাতার বিশ্বকাপ ছিল স্বপ্নের মতো এক আসর। প্রিয় দল এবং মেসির বিশ্বকাপ জয় দেখার জন্য মুখিয়ে থাকা অগণিত সমর্থকের ষোলকলা পূর্ণ হয়েছে কাতারে। সব আক্ষেপ ঘুচিয়ে তাদের স্বর্গসুখের চূড়ায় নিয়ে গেছেন মেসি। চিরকাল সুখস্মৃতি তাদের পুলকিত করবে।

অবিস্মরণীয় বিশ্বকাপ নিয়ে এরই মধ্যে নির্মিত হয়েছে বেশ কিছু প্রামাণ্যচিত্র এবং ডকুফিল্ম। যার মধ্যে আলোচিত একটি স্প্যানিশ ভাষায় নির্মিত ডকুফিল্মমুচাচোস’। গত ডিসেম্বরে আর্জেন্টিনায় মুক্তি পাওয়া ছবি সেখানকার দর্শকের দারুণ সাড়া পেয়েছে। আর্জেন্টিনার হলগুলোয় ইতিহাসের সবচেয়ে বেশি দর্শক এটি দেখেছে বলে জানা গেছে। স্প্যানিশ পরিচালক জেসাস ব্র্যাসেরাস নির্মাণ করেছেন ১০০ মিনিট দৈর্ঘ্যের ডকুফিল্ম।

বাংলাদেশের দর্শকের জন্য ছবিটি নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। সে কথা বেশ পুরোনো। এবার জানা গেল এটির মুক্তির তারিখ। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলছে, ২৬ এপ্রিল মুচাচোস মুক্তি পাবে মাল্টিপ্লেক্সের সব শাখায়। আর্জেন্টিনার সমর্থকদের জন্য এটা নিসন্দেহে আনন্দের খবর।

বিশ্বকাপের প্রতিটি ম্যাচের ক্ষণে ক্ষণে তৈরি হওয়া উন্মাদনা, রূপকথার নায়কের মতো মেসির অনন্য ফুটবলশৈলী, একেকটি ম্যাচ একেকটি গোল, বাঁধভাঙা জয়োল্লাস আর রুদ্ধশ্বাস ফাইনালের গল্প মিলিয়ে যে সোনালি স্মৃতি গেঁথে আছে সমর্থকদের মনে তা আবার সিনেমার পর্দায় দেখার সুযোগ দারুণ একটা বিষয় বটে। একই সঙ্গে ছবিটি বাংলাদেশের জন্য কিছু মাইলফলকও তৈরি করতে যাচ্ছে।

বাংলাদেশে প্রথম স্প্যানিশ ভাষার ছবি হিসেবে মুক্তি পাবে এটি। প্রথম আর্জেন্টাইন এবং দক্ষিণ আমেরিকান ছবিও হবে এটি। ছাড়া বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত ফুটবল নিয়ে প্রথম আন্তর্জাতিক ছবি হতে যাচ্ছে মুচাচোস। বাংলাদেশে ছবিটি মুক্তি প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশে আর্জেন্টিনার বিপুলসংখ্যক সমর্থক রয়েছে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা উপভোগ করেছে কোটি মানুষ। আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর ঢাকাসহ সারা দেশ উৎসবমুখর হয়ে উঠেছিল। আর্জেন্টিনা নিয়ে বাংলাদেশের সমর্থকদের উন্মাদনা দেখে রীতিমতো অবাক হয়েছে আর্জেন্টিনার মানুষও। লিওনেল মেসির হাত ধরে বিশ্বকাপ জয়ের মুহূর্ত নিয়ে ভক্তদের উৎসাহ ফুরাবে না সহজে। ভক্ত-সমর্থকদের জন্যই মুচাচোস ছবিটি নিয়ে এসেছি আমরা। আশা করি ছবি দেখাটা চমৎকার একটা ব্যাপার হবে দর্শকের জন্য।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা