× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুলশানের এমপি হতে চান অভিনেতা সিদ্দিক

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২২ ০১:০৩ এএম

আপডেট : ১১ নভেম্বর ২০২২ ১২:৫৩ পিএম

গুলশানের এমপি হতে চান অভিনেতা সিদ্দিক

দেশের জনপ্রিয় কমেডি অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। অভিনয়ের পাশাপাশি তিনি রাজনীতিতেও বেশ সক্রিয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী তিনি।

এর আগেও টাঙ্গাইল থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলেন। এবার গুলশান থেকে এমপি হতে চান অভিনেতা সিদ্দিকুর রহমান। তিনি গুলশানবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চান। নিজের এমপি নমিনেশনের বিষয়টি গণমাধ্যমে সিদ্দিক নিজেই জানিয়েছেন। 

তিনি বলেন, ‘গুলশান এলাকায় আমার বসবাস। এটি একটি আভিজাত এলাকা। এখানকার মানুষ শান্তি ও নিরাপদে থাকতে পছন্দ করেন। তাদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করি আমি তাদের পাশে থাকার সুযোগ পাব।’ 

এ সময় সিদ্দিক আরও বলেন, 'আমি মূলত মানুষের পাশাপাশি থাকতে চাই। মানুষের ভালোবাসা পেতে চাই, তাদের সেবা করতে চাই। জনগণের ভালোবাসা নিয়েই নির্বাচন করতে চাই। দীর্ঘদিন ধরে  জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে আওয়ামী লীগ করছি আমি এবং আমার পরিবার। তাই আশাবাদী, এবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে গুলশানবাসীর পাশে থাকার সুযোগ দেবেন।‘

সিদ্দিক ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসন থেকে মনোনয়নপ্রত্যাশী। বর্তমানে এই এলাকার জনপ্রতিনিধি চলচ্চিত্র অভিনেতা আকবর হোসেন খান পাঠান ফারুক। দীর্ঘদিন অসুস্থ থাকায় সিঙ্গাপুরে চিকিৎসা চলছে তার।

এর আগে ২০১৮ সালের সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন সিদ্দিক। সেবার তাকে নমিনেশন দেওয়া হয়নি। তাই এবার আসন্ন নির্বাচন সামনে রেখে আগে থেকেই নমিনেশনের জন্য প্রস্তুত হচ্ছেন ‘গ্র্যাজুয়েট’খ্যাত এই অভিনেতা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা