× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিন্দি ছবির আমদানি ঠেকাবেন ডিপজল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪ ১৫:৫৪ পিএম

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪ ১৬:৩৭ পিএম

হিন্দি ছবির আমদানি ঠেকাবেন ডিপজল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। নির্বাচিত হয়েই হুঁশিয়ারি দিলেন দেশে হিন্দি ছবির আমদানি বন্ধ করার। এর আগেও বারবার তাকে দেশের হলে বিদেশি সিনেমা আমদানি করে চালানোর বিপক্ষে সরব দেখা গেছে।

এবার তিনি এক সাক্ষাৎকারে স্পষ্ট করেই বললেন, হিন্দি ছবির আমদানি ঠেকাবেন তিনি ও তার নতুন কমিটি। ডিপজলের ভাষ্য, ‘হিন্দি ছবি আমদানি কীভাবে হলো সেটাই আমি জানি না। এই কমিটি বলে তারা পক্ষে ছিল না, ওই সংগঠন বলে তারা পক্ষে ছিল না। আর লভ্যাংশ নেওয়ার তো প্রশ্নই ওঠে না। আমরা তো হিন্দি ছবি আমদানির পক্ষে না। হিন্দি ছবি যেন আমদানি না হয় সেই চেষ্টা করব। আমরা দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করতে চাই। হিন্দি ছবিকে জায়গা ছেড়ে দিতে চাই না। কলকাতার বাংলা ছবি আসুক আমার আপত্তি নেই।’

হিন্দি ছবি তো দেশের হলগুলোকে সচল রাখছে, অনেকেই এমন দাবি করে - এমন প্রশ্নের জবাবে ডিপজল বলেন, ‘মোটেও না। এই কথার সঙ্গে আমি একমত না। হিন্দি সংস্কৃতি আমাদের দেশীয় সংস্কৃতির জন্য খারাপ। দেশীয় সংস্কৃতি ধ্বংস করে দেবে হিন্দি ছবির এমন আমদানি অব্যাহত থাকলে। মুখ থুবড়ে পড়বে দেশীয় চলচ্চিত্র। যারা বলছেন হিন্দি ছবি হল সচল রাখে, তারা সঠিক বলছেন না। নিয়ম করে দেশীয় সিনেমা মুক্তি দিলে হল এমনিতেই সচল থাকবে। আমি সেটাই করিয়ে দেখাব। এক বছরের মধ্যে আপনারা পরিবর্তন দেখতে পারবেন।’

সাক্ষাৎকারে ডিপজল ইন্ডাস্ট্রি চাঙ্গা করতে নতুন প্রযোজক আনবেন বলেও আশা ব্যক্ত করেন। কাজের সুষ্ঠু পরিবেশ বজায়, শিল্পীদের জন্য কাজের ব্যবস্থা করতেও তার কমিটি কাজ করবে বলে দাবি করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা