× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খালিদ স্মরণে সংগীত প্রতিযোগিতা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪ ১২:০০ পিএম

সংগীতশিল্পী খালিদ।

সংগীতশিল্পী খালিদ।

টিভি মেট্রো মেইল কানাডার ব্যানারে সংগীতশিল্পী খালিদকে স্মরণ করে অনলাইনে শুরু হচ্ছেটিএমএম বাংলা সংগীত প্রতিযোগিতা ২০২৪’। উত্তর আমেরিকায় বসবাসরত ১৬ বছরের ঊর্ধ্বে যেকোনো প্রতিযোগী রেজিস্ট্রেশন করে নিজের গানের ভিডিও পাঠাতে পারবেন এতে। প্রতিযোগী সেরা ১০ জনকে নিয়ে অনলাইনে হবে তিন পর্বের ফাইনাল রাউন্ড।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পীরা। প্রতিযোগিতার বিভিন্ন পর্বে বিচারকের আসনে দেখা দেবেন সংগীতশিল্পী তপন চৌধুরী, সামিনা চৌধুরী, আশিকুজ্জামান টুলু, অবসকিউর ব্যান্ডের সাইদ হাসান টিপু, তানভীর তারেক তরুণ মুন্সী।

২৫ ২৬ মে এবং জুন টরন্টো-নিউইয়র্ক সময় দুপুর ১২টায় আর ঢাকার সময় রাত ১০টায় হবে ফাইনাল রাউন্ডের তিনটি পর্ব।

সেরা ১০ জনকে পুরস্কার হিসেবে দেওয়া হবে বিশেষ সনদপত্র। সেরা তিনজনকে সনদপত্রসহ টিভি মেট্রো মেইলের ব্যানারে দেশের স্বনামধন্য সংগীতশিল্পীদের তত্ত্বাবধানে একটি করে মৌলিক গানের সুযোগ দেওয়া হবে।

প্রতিযোগিতাটির আয়োজক টিভি মেট্রো মেইলের নির্বাহী সম্পাদক ইমামুল হক বলেন, ‘অনলাইনে বাছাই পর্ব অনুষ্ঠিত হলেও মূল তিনটি পর্ব হবে সরাসরি লাইভ। প্রতিযোগিতাটির মাধ্যমে আমরা উত্তর আমেরিকায় বাংলা সংগীতের জন্য প্রতিভাবান শিল্পীদের উৎসাহিত করতে চাই। টিএমএমের পুরো আয়োজনটি সদ্যপ্রয়াত সংগীতশিল্পী খালিদকে উৎসর্গ করা হচ্ছে।’

বাংলাদেশি বংশোদ্ভূত ১৬ বছরের ঊর্ধ্বে উত্তর আমেরিকার অধিবাসী যে-কেউ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদের বাদ্যযন্ত্র ছাড়া কিংবা বাদ্যযন্ত্রসহ যেকোনো একটি বাংলা গানের ভিডিও ১৫ মে’র মধ্যে পাঠাতে হবে।

এরই মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রতিযোগিতার বিস্তারিত জানা যাবে TV Metro Mail-এর ফেসবুক পেজ, ইভেন্ট পেজ ইউটিউবে। ইমেইল করা যাবে [email protected] ঠিকানায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা