× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারি প্লট পেলেন শিল্পীরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪ ১৬:৪৬ পিএম

আপডেট : ২২ এপ্রিল ২০২৪ ১৮:১০ পিএম

সরকারি প্লট পেলেন শিল্পীরা

গেল ২০ এপ্রিল সাভারের লাজপল্লীতে হয়ে গেল অভিনয়শিল্পী সংঘ আয়োজিত বৈশাখী উৎসব ২০২৪। আয়োজনকে মূলত দুটি ভাগ করা হয়েছিল। একটি, সংগঠনের বার্ষিক সাধারণ সভা, অন্যটি আনন্দ সম্মিলন। সাধারণ সভায় সংগঠনের গত বছরের কার্যক্রম তুলে ধরা হয় সদস্যদের সামনে। অন্যদিকে, মধ্যাহ্নভোজের পর আয়োজিত আনন্দ সম্মিলনে ছিল সাংস্কৃতিক আয়োজন ও গুণীজন সম্মাননা প্রদান।

সেখানে জানানো হয়, সরকারের কাছ থেকে সাড়ে তিন কাঠার একটি প্লট পেয়েছে অভিনয়শিল্পী সংঘ। রাজধানীর আফতাবনগরের এ প্লট প্রাপ্তিকে বড় ঘটনা হিসেবে উল্লেখ করেছেন সদস্যরা। সভাপতি নাসিম বলেন, ‘গত বছরের সবচেয়ে বড় যে প্রাপ্তি, সেটা হচ্ছে সরকারের কাছ থেকে ঢাকার আফতাবনগরে সাড়ে তিন কাঠার প্লট পেয়েছি আমরা। সেখানে শিল্পীদের কল্যাণার্থে একটি ভবন নির্মাণ করা হবে এবং নানামুখী কার্যক্রম পরিচালনা করা হবে।’ 

সাধারণ সম্পাদক রওনক হাসান বলেন, ‘স্বাধীনতার পর গত ৫৩ বছর অভিনয়শিল্পীদের নিজস্ব কোনো জায়গা ছিল না। এবার আমরা সেটা পেয়েছি। আমাদের ইচ্ছা, সেখানে ভবন নির্মাণের মাধ্যমে শিল্পীদের রিক্রিয়েশনের ব্যবস্থা করা। আমরা একটি অ্যাক্টরস হোম করতে চাই। তৈরি করতে চাই ওল্ড হোমের আদলে একটি আবাসনব্যবস্থা, যেখানে বয়োজ্যেষ্ঠ শিল্পীরা বসবাস করতে পারবেন। এ ছাড়া সেই ভবন থেকেই সংগঠনের সব কার্যক্রম পরিচালিত হবে।’

সেদিন শিল্পী সংঘের বৈশাখী আয়োজনে অংশ নেন অভিনেতা মামুনুর রশীদ, আবুল হায়াত, নরেশ ভুঁইয়া, মনোজ সেনগুপ্ত, ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, নাজনীন হাসান চুমকী, ডা. এজাজুল ইসলাম, তানভীন সুইটি, দীপা খন্দকার, শাহেদ আলী, সাজু খাদেম, আফসানা মিমি, জয়া আহসান, তাহমিনা সুলতানা মৌ, জাকিয়া বারী মম, ফারুক আহমেদ, জিয়াউল ফারুক অপূর্ব, শাহাদাত হোসেন, রাশেদ মামুন অপু, সুজাত শিমুল, শামস সুমন, সমু চৌধুরী, মুকিত জাকারিয়া, কচি খন্দকার, নাসির উদ্দিন খান, জামিল হোসেনসহ অনেকে।

অনুষ্ঠানে সাধারণ সভায় গত বছরের নানা কার্যক্রম তুলে ধরেন সংগঠনের সভাপতি আহসান হাবীব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসান। অভিনয়শিল্পী সংঘের নতুন কিছু কর্মপরিকল্পনার কথাও জানিয়েছেন সংগঠনের নেতারা। এ বিষয়ে সংগঠনের সভাপতি নাসিম বলেন, ‘আমরা যে প্লট পেয়েছি, শিগগির সেখানে ভবন নির্মাণ শুরু হবে। আমরা শিল্পীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য নানা ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছি, শিল্পীদের সঙ্গে অন্যদের, যেমন সাংবাদিক, প্রযোজক, পরিচালকদের সম্পর্ক উন্নয়নেও নানা পদক্ষেপ নেওয়া হবে।’ 

সাধারণ সম্পাদক রওনক হাসান বলেন, ‘চেইনশপ স্বপ্নর সঙ্গে আমাদের একটি চুক্তি হয়েছে। বার্ধক্যের কারণে কাজ করতে পারছেন না- এমন ২০ জন অভিনয়শিল্পীর প্রত্যেককে প্রতি মাসে ৫ হাজার টাকার বাজার সরবরাহ করা হবে। দ্রুতই আমরা সেই শিল্পীদের তালিকা তৈরি করব।’

দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক আয়োজন ও গুণীজন সম্মাননা। গত বছরের মতো এবারও বেশ কয়েকজন অভিনয়শিল্পীকে সম্মাননা দিয়েছে অভিনয়শিল্পী সংঘ। গত বছর যারা জাতীয় পুরস্কার পেয়েছেন, একুশে পদক পেয়েছেন, তাদের হাতে তুলে দেওয়া হয় এ সম্মাননা স্মারক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা