× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কল্কি মুক্তির নতুন তারিখ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪ ১৫:৩৮ পিএম

আপডেট : ২২ এপ্রিল ২০২৪ ১৬:০৫ পিএম

কল্কি মুক্তির নতুন তারিখ

লোকসভা নির্বাচন ২০২৪-এর কারণে প্রভাস এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাটির মুক্তির দিন পিছিয়েছে। এ সিনেমাটি দেখার জন্য ভক্তদের অপেক্ষা বেড়েছে। সূত্রের খবর অনুযায়ী, সিনেমাটি আগে ৯ মে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেটি আর হচ্ছে না। এখন নতুন তারিখ ঠিক করা হচ্ছে এর মুক্তির জন্য। 

বলিউড হাঙ্গামা বলছে, ছবিটি আগামী ২৪ মে মুক্তি পাবে। আর এদিনে মুক্তি দেওয়া না গেলে জুনে এটি প্রেক্ষাগৃহে আসতে পারে। 

সায়েন্স-ফিকশন ঘরানার এই সিনেমাটি পরিচালনা করেছেন ‘ইয়েভাদে সুব্রাহ্মণ্যম’ এবং ‘মহানটী’র মতো সিনেমার জন্য বিখ্যাত পরিচালক নাগ আশ্বিন। সিনেমাটিতে অমিতাভ বচ্চন এবং কমল হাসানের মতো অভিনয় জগতের কিংবদন্তিরাও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন।

সম্প্রতি, আইআইটি বোম্বে-তে একটি অনুষ্ঠানে ‘কল্কি ২৮৯৮ এডি’ সম্পর্কে কথা বলার সময় নাগ আশ্বিন বলেন, ‘ভারতে আমাদের তেমন বেশি সায়েন্স-ফিকশন সিনেমা নেই। আমরা কিছু টাইম ট্র্যাভেল ঘরানার সিনেমা বানিয়েছি। ‘কল্কি’ আলাদা কারণ এটি সম্পূর্ণ ভিন্ন একটি দুনিয়ার কাহিনী। আন্তর্জাতিক দৃশ্যপটেও এটি নতুন একটি ধারা আনবে কারণ এর আগে আমরা ভবিষ্যতের ভারত বা ভারতের কোনো অলীক শহরের চিত্রায়ণ দেখিনি। লন্ডন বা নিউইয়র্কের ভবিষ্যৎ নয়, এবার আমরা আমাদের শহরগুলোকেও নতুন রূপে কল্পনা করতে পারব।’

তিনি আরও যোগ করেন, ‘এই সিনেমাটির কাজ শুরু হয়েছিল ‘মিডজার্নি’ এবং ‘চ্যাট জিপিটি’র মতো টেক্সট-টু-ইমেজ এবং ইমেজ-টু-টেক্সট প্ল্যাটফর্মগুলোর আবির্ভাবের আগে। প্রথম দুই বছর আমরা প্রচুর পরিশ্রম করেছি এবং পরবর্তীতে এসব প্রযুক্তির কল্যাণে কাজটা অনেক সহজ হয়ে গেছে।’

এ ছবিতে প্রভাস ও দীপিকার সঙ্গে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। সঙ্গে থাকবে আরও একঝাঁক তারকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা