× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৭০০ পর্বের পথে বকুলপুর ২

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪ ১৫:০১ পিএম

আপডেট : ২২ এপ্রিল ২০২৪ ১৫:৫০ পিএম

৭০০ পর্বের পথে বকুলপুর ২

আজকাল ধারাবাহিক নাটকের প্রতি প্রযোজক বা নির্মাতাদের ঝোঁক কম। দর্শকের আগ্রহ নেই বলে টিভিতে ধারাবাহিক নির্মাণ হয় না বললেই চলে। সেখানে হুটহাট কিছু নাটক শত শত পর্ব পেরিয়ে যাওয়ার খবর বেশ স্বস্তির। তেমনি একটি নাটক ‘বকুলপুর ২’। প্রথম সিজনের দারুণ সাফল্যের পর দ্বিতীয় সিজনটিও হাঁটছে সে পথে। দেখতে দেখতে সাতশ পর্বের দিকে এগিয়ে চলেছে নাটকটি। 

নাট্যনির্মাতা কায়সার আহমেদ পরিচালিত দীপ্ত টিভিতে প্রচার হয় এ ধারাবাহিক নাটক। এটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দিন। 

এতে নিগার চরিত্রে অভিনয় করে দারুণ আলোচনায় এসেছেন সময়ের নন্দিত অভিনেত্রী স্বর্ণলতা। বলা যায় ঠিক এই মুহূর্তে নাটকের গল্প এগিয়ে চলছে তার বিবাহ সম্পর্কিত সমস্যা নিয়ে। নাটকে বাঁকা সরকার চরিত্রে অভিনয় করেও বেশ আলোচনায় আছেন মুকুল সিরাজ। অন্যদিকে বোরহান চরিত্রে অভিনয় করেও আরও দর্শকপ্রিয়তা পেয়েছেন তানভীর মাসুদ। 

এরই মধ্যে দীপ্ত টিভিতে ধারাবাহিকটির ৬৮৬তম পর্ব প্রচার হয়েছে। শিগগিরই নাটকটির ৭০০তম পর্ব প্রচার হবে। নির্মাতা কায়সার আহমেদ বেশ উচ্ছ্বসিত নাটকটি নিয়ে। নির্মাতা কায়সার আহমেদ বলেন, ‘বকুলপুর ধারাবাহিকটি আমার জীবনের অন্যতম দর্শকপ্রিয় একটি নাটক। দর্শকের ভালোবাসার কারণেই এটি এত জনপ্রিয় হয়ে উঠেছে। নাটকের রচয়িতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা দীপ্ত টিভিসহ সব শিল্পী কলাকুশলীর প্রতি।’ 

স্বর্ণলতা দেবনাথ বলেন, ‘নিগার চরিত্রটি আমার অভিনয় ক্যারিয়ারের জন্য একটি টার্নিং চরিত্র। এ ধারাবাহিকে অভিনয়ের পর আমি দর্শকের কাছ থেকে অনেক সাড়া পেয়েছি। শুটিংয়ের বাইরে আমি যখন যেখানে গিয়েছি নিগার হিসেবেই আমাকে চিনেছেন অনেকে। তারা আমার সঙ্গে প্রবল আগ্রহ নিয়ে ছবি তুলতে চেয়েছেন। কেউ কেউ শুধু কথাই বলতে চেয়েছেন, এটা যে কত আনন্দের ভালোলাগার তা ভাষায় প্রকাশের নয়। তাই কায়সার ভাইয়ের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ, কৃতজ্ঞ পুরো বকুলপুর টিমের প্রতি।’ 

মুকুল সিরাজ বলেন, ‘বকুলপুর সিজন টু-তে অভিনয় করে আমিও বাঁকা সরকার হিসেবে প্রচুর সাড়া পেয়েছি। এ নাটকের প্রতি একটা অন্যরকম মায়া আছে যা ভাষায় প্রকাশের নয়।’ 

‘বোরহান চরিত্রটি ধারাবাহিকটির মধ্যে একটি ব্যতিক্রম চরিত্র। সব চরিত্র থেকে সহজেই আলাদা করা যায়। আমার অভিনয় জীবনের সিগনেচার ক্যারেক্টার বোরহান। কৃতজ্ঞতা কায়সার ভাইয়ের প্রতি, অনেক অনেক কৃতজ্ঞতা দর্শকের প্রতি’- যোগ করেন তানভীর মাসুদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা