× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশে নচিকেতার নতুন গান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪ ১০:৩২ এএম

আপডেট : ২২ এপ্রিল ২০২৪ ১১:০০ এএম

দ্বৈত কণ্ঠে নচিকেতা ও জয় শাহরিয়ার। প্রবা ফটো

দ্বৈত কণ্ঠে নচিকেতা ও জয় শাহরিয়ার। প্রবা ফটো

নচিকেতা চক্রবর্তী। ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী ও সংগীতকার। আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী হিসেবে সমাদৃত তিনি। তার গান প্রেমের কথা বলে, দ্রোহের কথা বলে, অনিয়ম ও অধর্মে ভরা সমাজ বদলের কথা বলে। নব্বই দশকের প্রথম ভাগে ‘এই বেশ ভালো আছি’ অ্যালবাম প্রকাশের পর রীতিমতো বৈপ্লবিক সাফল্য পান নচিকেতা। দুই বাংলাতেই তিনি হয়ে ওঠেন নন্দিত। 

ক্যারিয়ারের শুরু থেকেই তিনি বাংলাদেশের শ্রোতাদের জন্য গান করেছেন। এখানে অনেক গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও শিল্পীদের সঙ্গে গান করেছেন নচিকেতা। এসেছেনও বহুবার। বলা চলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা তার দ্বিতীয় বাড়ির মতো। সে কথা নচিকেতা নিজেও বলেছেন বিভিন্ন সাক্ষাৎকারে। 

আবারও তিনি গান করেছেন বাংলাদেশের শিল্পীর সঙ্গে। এবার তাকে দ্বৈত কণ্ঠে গাইতে শোনা যাবে জয় শাহরিয়ারের সঙ্গে। ‘আরেকটিবার বাঁচো’ শিরোনামের গানটি লিখেছেন তানবীর সাজিব। এর সুর করেছেন জয় শাহরিয়ার। আজব রেকর্ডস থেকে প্রকাশিত এ গানটির ভিডিও নির্মাণ করেছে আজব কারখানা, পরিচালনা করেছেন জয় শাহরিয়ার নিজেই। চিত্রগ্রহণে ছিলেন জয় শাহরিয়ার ও জাহিদ হাসান। গানটি প্রকাশ হয়েছে সম্প্রতি। 

নতুন এ গান প্রসঙ্গে নচিকেতা বলেন, ‘জয় আমার পছন্দের গায়ক ও গীতিকার। ওর সাথে আগেও বেশ কিছু কাজ করেছি। তানবীর সাজিবের লেখায় প্রথম গাইলাম। ভালো লিখেছেন। সব মিলিয়ে ভালো লেগেছে গানটা। আশা করি সবার ভালো লাগবে।’

তানবীর সাজিব বলেন, ‘গান লিখছি বেশ কিছুদিন। প্রিয় শিল্পীর কণ্ঠে নিজের লেখা গান একটা স্বপ্ন পূরণ। গানের কথায় সময়কে ধরতে চেয়েছি, আশাবাদের কথা বলেছি।’

গান প্রসঙ্গে জয় শাহরিয়ার বলেন, ‘নচিকেতা আমার প্রিয় শিল্পীদের একজন। ওনার সাথে প্রতিবার কাজ করতে গেলেই অনেক কিছু শিখি। দাদার সাথে প্রথমবার গাইলাম। খুব ভালো লেগেছে। আশা করি শ্রোতাদের ভালো লাগবে এ গান।’

‘আরেকটিবার বাঁচো’ শোনা যাবে স্বাধীন মিউজিক, স্পটিফাই, আইটিউন্সসহ বিশ্বজুড়ে সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে। গানচিত্রটি দেখা যাবে শিল্পী জয় শাহরিয়ারের ইউটিউব চ্যানেলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা