× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বড়পর্দায় অভিষেক

প্রিয় মালতী হয়ে আসছেন মেহজাবীন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪ ১৩:৪৬ পিএম

মেহজাবীন চৌধুরী।

মেহজাবীন চৌধুরী।

উপলক্ষটা ছিল অভিনেত্রীর জন্মদিন এবং চমক জাগানিয়া একটা ঘোষণা। তবে আয়োজনে উপস্থিত অতিথি, উপস্থাপিকা গণমাধ্যমের সবাই অভিনেত্রীর প্রেম বিয়ে নিয়ে মেতে ছিলেন। অবশ্য বিষয়ে কোনো তথ্যই নতুন করে জানা গেল না। ইশারায় এটুকুই স্পষ্ট হলো- নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সম্পর্কটা বেস্ট ফ্রেন্ডের বেশি কিছু। হয়তো আবার কোনো ফাল্গুনে জন্মদিনের মঞ্চে দাঁড়িয়ে অভিনেত্রী ঘোষণা করবেন তার বিয়ের। তেমন আভাস নিজেই দিলেন।

কবে বিয়ের ঘোষণা দেবেন- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মেহজাবীন বলেন, ‘আজ যেমন জন্মদিন উপলক্ষে আপনাদের আমন্ত্রণ করে বড়পর্দায় আমার অভিষেকের ঘোষণা দিলাম এমনি করেই কোনো এক জন্মদিনে বিয়ের ঘোষণাও দেব। সিনেমা শেষ করে তারপর ঘোষণা দিয়েছি। বিয়ের ঘোষণাও দেব সব শেষ করে।’

১৯ এপ্রিল ছিল মেহজাবীনের জন্মদিন। এদিন এক বর্ণিল আয়োজনে দেশি ওটিটি প্ল্যাটফর্ম চরকি ঘোষণা করেছে নতুন সিনেমার। এর নামভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুর। শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ছবির নামপ্রিয় মালতী’। অর্থাৎ সিনেমা হলে মেহজাবীন আসবেন মালতী হয়ে। সিনেমাটি চরকির সঙ্গে যৌথভাবে প্রযোজনা করছে আদনান আল রাজীবের প্রতিষ্ঠান ফ্রেম পার সেকেন্ড।ৎ


পরিচালক ছবিটির বিস্তারিত জানিয়ে বলেন, ‘এটা আমাদের একটা ড্রিম প্রজেক্ট। যাত্রায় মেহজাবীনকে পাওয়াটা আমার জন্য আনন্দের। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরই সিনেমাটি থিয়েটারে মুক্তি পাবে দেশজুড়ে। বড়পর্দায় নাম লেখাবেন মেহজাবীন।’

ছবির গল্প সম্পর্কে আপাতত কিছুই বলতে চান না তিনি। তবে মেহজাবীন বলেন, ‘ গল্পটা অসাধারণ। দর্শকের ভালো লাগবেই। গেল বছরের এপ্রিলে আমার কাছে গল্পটি এসেছিল। আমরা কাজ শুরু করেছিলাম। আর এখন আরেকটি এপ্রিল চলছে, আপনাদের সিনেমার খবরটি জানাতে পেরেছি।’

কাজের অভিজ্ঞতা জানিয়ে মেহজাবীন বলেন, ‘ সিনেমায় কাজের অভিজ্ঞতা দারুণ। এটি আসলে আমার দ্বিতীয় সিনেমা যেটাতে আমি চুক্তিবদ্ধ হয়েছি। তবে মুক্তির দিক থেকে হয়তো প্রিয় মালতীই প্রথম হবে। অনেক গোপনীয়তা বজায় রেখে কাজ করতে হয়েছে। গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকা-বরিশালসহ বিভিন্ন স্থানে ছবির শুটিং হয়েছে। লোকেশনগুলো দারুণ। সাধারণত ধরনের লোকেশনে সিনেমার শুটিং হয়নি এর আগে। দর্শক ছবিটি দেখলেই বুঝতে পারবেন।’

এদিকে বছরের শুরুতে আরেকটি ছবিতে অভিনয়ের জন্যও খবরে এসেছিলেন মেহজাবীন চৌধুরী।সাবা’ নামে সে ছবির পরিচালক মাকসুদ হোসেন। ২০২১ সালে সিনেমাটি ভারতের ফিল্মবাজারে জায়গা করে নিয়েছিল। ২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবের কো-প্রোডাকশন মার্কেটে নির্বাচিত হয়। কোরিয়ার এশিয়ান প্রজেক্ট মার্কেটে বাংলাদেশের সিনেমার চিত্রনাট্য অংশ নিয়েছিল।

তবে মেহজাবীনের ধ্যানজ্ঞান এখন প্রিয় মালতী। এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ।

সিনেমাটি নিয়ে এর অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেম পার সেকেন্ডের প্রযোজক আদনান আল রাজীব বলেন, ‘প্রডিউসিং কাজটা আমার জন্য একটু ভিন্ন। প্রথমত, পুরো বিশ্বে প্রডিউসিং মানে শুধু টাকা বিনিয়োগ নয়। এটা আসলে ক্রিয়েটিভের সঙ্গে থাকা, টিজি কারা হবে, গল্পটা কেমন হবে, সিনেমা মুক্তি নিয়ে কাজ করা। এটা পুরো একটা প্রক্রিয়া। আমি প্রক্রিয়ার সঙ্গেই থাকতে চেয়েছি। আর দ্বিতীয়ত, প্রিয় মালতীর গল্পটা একদম ইউনিক। গল্পটা শঙ্খ (পরিচালক) যখন আমাদের সঙ্গে শেয়ার করে তখনই সবাই পছন্দ করি। এমন গল্প আমরা কখনও দেখিনি। সেই সঙ্গে মেহজাবীন সিনেমার সঙ্গে যুক্ত হওয়ায় অন্য একটা মাত্রা যোগ হয়েছে।’

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘ সিনেমার সঙ্গে থাকতে পারাটা আমার জন্য খুব ইমোশনের। প্রতিটি সিনেমা স্পেশাল। কাছের মানুষজন নিয়ে একটি সিনেমা নির্মাণ করার আনন্দটা ভাষায় প্রকাশ করার না। গুণী পরিচালক, গুণী অভিনেত্রীসহ দুর্দান্ত একটি টিম সিনেমার সঙ্গে যুক্ত হয়েছে। সিনেমা হলে দর্শক পর্যন্ত পৌঁছানোটা এখন আমাদের অপেক্ষা।’

মেহজাবীনের জন্মদিন নতুন ঘোষণা উপলক্ষে সেদিনের আয়োজনে উপস্থিত ছিলেন মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, আশফাক নিপুণ, এলিটা করিম, শিহাব শাহীন, জেফার রহমান, রাকা নওশীন নাওয়ারসহ অনেকে। কেক কেটে উদ্‌যাপন করা হয় মেহজাবীনের জন্মদিন। তারপর মেহজাবীনকে শুভেচ্ছা জানান অতিথিরা। অল্প কথায় ফারুকী তুলে ধরেন ভালো করে বাংলা বলতে পড়তে না পারার সমালোচনায় থাকা লাক্স সুপারস্টার মেহজাবীন কী করে নিজেকে দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করলেন সেই শ্রম অধ্যবসায়ের গল্প। সেই সঙ্গে সবাই হলে গিয়ে প্রিয় মালতী দেখার প্রত্যাশাও ব্যক্ত করে গেলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা