× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই সিনেমা নিয়ে নিউইয়র্কে ফেরদৌস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪ ১৮:৫৮ পিএম

নায়ক ফেরদৌস আহমেদ।

নায়ক ফেরদৌস আহমেদ।

ঢাকা-১০ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর একজন জনপ্রতিনিধি হিসেবেই ব্যস্ত তিনি। তার ভিড়েও যখনই সময় পেয়েছেন সিনেমার জন্য ছুটে গেছেন। গেল ঈদে মুক্তি পেয়েছে তার সিনেমা ‘আহারে জীবন’। সে সিনেমার প্রচারে সরব ছিলেন জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ।

এবার দুই সিনেমা নিয়ে উড়াল দিলেন সুদূর আমেরিকায়। ফেরদৌস যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ একজন অতিথি হিসেবে যোগ দিতে।

আগামীকাল থেকে নিউউয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে দুই দিনব্যাপী শুরু হচ্ছে এই উৎসব। উৎসবে পরপর দুদিন ফেরদৌস অভিনীত দুটি সিনেমা ‘১৯৭১ সেইসব দিন’ ও ‘মাইক’ প্রদর্শিত হবে। এতে ভারত ও বাংলাদেশের মোট ৩৯টি সিনেমা প্রদর্শিত হবে। ২১ এপ্রিল বিকালে থাকছে উৎসবে প্রদর্শিত সিনেমাগুলোর জন্য সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘ধন্যবাদ জানাই মহানায়িকা সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজকদের আমাকে এমন একটি আয়োজনে নিমন্ত্রণ জানানোর জন্য। ভীষণ ভালো লাগার বিষয় হলো যে এই উৎসবে আমার অভিনীত দুটি সিনেমা প্রদর্শিত হবে। বলা তো যায় না শেষমেশ কোনো একটি সিনেমার জন্য নিউইয়র্কের মাটিতেও পুরস্কার পেয়ে যেতে পারি।’

ফেরদৌস আহমেদ

ফেরদৌস তার নতুন ছবি ‘আহারে জীবন’ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘বাংলা সিনেমার অন্যতম শ্রেষ্ঠ একজন পরিচালক, আমার গুরু ছটকু ভাই পরিচালিত আহারে জীবন ঈদে মুক্তি পেয়েছে। এই বয়সে এসেও তিনি দারুণ একটি সিনেমা নির্মাণ করেছেন। আমার বিশ্বাস পর্যায়ক্রমে এই সিনেমাও মানুষের মনের মধ্যে গেঁথে যাবে। এতে আমার বেস্ট ফ্রেন্ড পূর্ণিমাও চমৎকার অভিনয় করেছে এখানে।’

ফেরদৌস জানান, ঢাকায় ফেরার পর তিনি ‘যুদ্ধ জীবন’ সিনেমার কাজ শেষ করবেন। এ ছাড়া কিছু প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি, সেসব প্রতিষ্ঠানের কাজ করবেন। ভোক্তা অধিকারের সঙ্গে চুক্তি শেষ, চুক্তি নবায়ন করে আবারও কাজ শুরু করবেন তিনি। ফেরদৌস জানান, তার নির্বাচনী এলাকার মানুষজন ঈদের ব্যস্ততা শেষে আবারও তাদের স্বাভাবিক জীবনে ফিরেছেন। তিনিও ফিরে এসে তাদের জন্য কাজে নামবেন। পাশাপাশি আগামী ২ মে থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনেও অংশগ্রহণ করবেন। তার ভাষ্য মতে প্রধানমন্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তিনি তার নির্বাচনী এলাকাকে ঢাকার সেরা এলাকা হিসেবে গড়ে তুলতে শ্রম দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা