× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেন মিশা-ডিপজলরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪ ১৩:৫৬ পিএম

আপডেট : ২০ এপ্রিল ২০২৪ ১৪:১৪ পিএম

যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেন মিশা-ডিপজলরা

অবশেষে নতুন নেতৃত্বের দেখা পেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। আগামী দুই বছরের জন্য এ সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা মিশা সওদাগর। এর আগেও তিনি এ পদে দায়িত্ব পালন করেছেন। এদিকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রযোজক, অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। 

২৬৫ ভোট পেয়ে এ মেয়াদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা এবং বিগত দুই মেয়াদের সভাপতি মিশা সওদাগর। মাহমুদ কলি ১৭০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ২২৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। ১৭ ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার (২০৯)।

শনিবার (২০ এপ্রিল) সকাল সাতটার দিকে শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু।

প্রতিটি নির্বাচনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইশতেহার। যেখানে প্রার্থীরা নানা রকম প্রতিশ্রুতি দিয়ে থাকেন। সেসব প্রতিশ্রুতির ওপর আস্থা রেখেই প্রার্থী বাছাই করেন ভোটাররা। 

শিল্পী সমিতির নির্বাচনেও ছিল প্রতিশ্রুতি। বিজয়ী মিশা-ডিপজলরা শিল্পীদের স্বার্থে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। মিশা সওদাগর প্রতিশ্রুতির কথা জানিয়ে বলেছিলেন, ‌‘আমরা শিল্পীদের সর্বোচ্চ স্বার্থ সংরক্ষণ করার চেষ্টা করব। বাণিজ্যিক সিনেমাকে বেশি অনুদান দেওয়ার অনুরোধ করব, যে দেশের বাণিজ্যিক সিনেমা যত চলবে সে দেশের ইন্ড্রাস্ট্রি তত ঘুরে দাঁড়াবে। এফডিসিভিত্তিক সিনেমা যেন বেশি হয়, সেটা করার চেষ্টা করব। শিল্পী সমিতির সদস্যরা যেন আজীবন সদস্য থাকতে পারের।  আমরা আশা করছি জিতব। যদি  জিততে নাও পারি, অসুবিধা নেই। শিল্পীরা আমরা একই পরিবার। গতবার পরাজিত হয়ে বিজয়ীদের গলায় মালা দিয়েছি, এবারও তাই দেব।’

এখন অপেক্ষা, শিল্পীদের দেওয়া প্রতিশ্রুতি কতোটা রক্ষা করতে পারবেন বিজয়ীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা