× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভালোবাসায় সিক্ত ইমরানের নতুন গান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪ ১৪:৩০ পিএম

সংগীত শিল্পী ইমরানের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে তারই গাওয়া নতুন গান ‘ভালোবাসি বলে যাও’।

সংগীত শিল্পী ইমরানের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে তারই গাওয়া নতুন গান ‘ভালোবাসি বলে যাও’।

প্রজন্মের অন্যতম জনপ্রিয় গায়ক, সুরকার, সংগীত পরিচালক ইমরান। তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে তারই গাওয়া নতুন গানভালোবাসি বলে যাও’। গানটি লিখেছেন আসিফ ইকবাল, সুর সংগীত করেছেন ইমরান নিজেই। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন মারুফা তৃষা।

গানটি প্রকাশের এক দিন পরই লাখের বেশি ভিউয়ার্স উপভোগ করেছে। নতুন গানের এমন সাড়া দেখে ভীষণ উচ্ছ্বসিত ইমরান। বলেন, ‘গানটি প্রকাশ হওয়ার পর সবার রেসপন্স দেখে আমি অভিভূত। মাত্র এক দিনেই গানটির যে ভিউ হয়েছে তা-ও আমাকে অবাক করেছে। গানটি দ্রুত সবার মনে জায়গা করে নেবে, এটাই প্রত্যাশা।’

মারুফা তৃষা বলেন, ‘ইমরান সময়ের অন্যতম জনপ্রিয় শিল্পী। তার সঙ্গে গান করাটা সব সময়ই উপভোগ করি। তার আমার নতুন গানটি দারুণ সাড়া পেয়েছে প্রকাশ হওয়ার পর। এতটা কল্পনা করিনি। দর্শক-শ্রোতাদের ধন্যবাদ জানাই। বেশি করে দেশের গান শুনুন সবাই।’


গানের মিউজিক ভিডিও নির্দেশনা দিয়েছেন সৈকত রেজা। গানটিতে ইমরানের সঙ্গে মডেল হয়েছেন মারিয়া শান্ত। অভিনেত্রীও গানটির সাড়া দেখে আনন্দিত। বললেন, ‘ইমরানের গানের ভক্ত আমি। এবার তার সঙ্গে তারই গানের মডেল হতে পেরে খুব ভালো লাগছে। সবাই এত পজিটিভ কমেন্ট করছেন গানটি দেখে, আমি মুগ্ধ। আশা করছি আরও কাজ হবে আমাদের একসঙ্গে।’

এদিকে গতকাল রাত টার ফ্লাইটে জার্মানির উদ্দেশে রওনা হয়েছেন ইমরান তার পুরো টিম। জার্মানি, প্যারিস সুইজারল্যান্ডে টানা শো শেষে ৩০ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে তাদের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা