× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সড়ক দুর্ঘটনায় নিহত সংগীতশিল্পী পাগল হাসান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪ ১৫:৫৬ পিএম

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪ ১৬:২১ পিএম

সড়ক দুর্ঘটনায় নিহত সংগীতশিল্পী পাগল হাসান

সুনামগঞ্জের সন্তান জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার মতিউর রহমান হাসান সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে সুনামগঞ্জের ছাতক উপজেলার সুরমা ব্রিজ এলাকায় বাসের সঙ্গে সিএনজির ধাক্কায় তিনি মারা যান।

এ সময় তিনি সিএনজিতে ছিলেন। তার সঙ্গে থাকা আরও একজন যাত্রী ঘটনাস্থলে মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন চালকসহ তিনজন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, যাত্রীবাহী সিএনজিটি দোয়ারাবাজার থেকে ছাতকের দিকে আসছিল। পথে সুরমা ব্রিজ এলাকায় অন্যদিক থেকে আসা একটি বাস সিএনজিটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। এ সময় শিল্পী পাগল হাসানসহ সিএনজির আরেক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করে।

সংগীতশিল্পী হাসান ‘পাগল হাসান’ নামে পরিচিত ছিলেন। এ নামেই তাকে চিনতেন পরিচিতজন ও সমাজমাধ্যমের অনুসারীরা। শিল্পী পাগল হাসানের ‘আসমানে যাইও নারে বন্ধু...’, ‘জীবনখাতায় প্রেম কলঙ্ক...’, ‘মন আমার মরা নদী...’, ‘মাটির বালাখানা...’ এমন বেশ কিছু জনপ্রিয় গান আছে। তিনি শিল্পী, গীতিকার ও সুরকার হিসেবে পরিচিত ছিলেন।

শিল্পী পাগল হাসানের বাড়ি ছাতক উপজেলার শিমুলতলা গ্রামে। তার স্ত্রী ও দুই ছেলে আছে।

সংগীতশিল্পী হাসানের মৃত্যুতে সুনামগঞ্জের সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা