× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সগৌরবে বুবলী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪ ১৫:০৯ পিএম

শবনম বুবলী।

শবনম বুবলী।

ডোমঘরে ভাবলেশহীন মলিন মুখ আর কোঁকড়া চুলের বৈশাখের কাছে একটি লাশ আসে। সে লাশের শরীরে একটি চিহ্ন দেখে আঁতকে ওঠে বৈশাখ। তার মনে ভয় ধরে যায়। ভয়ের সঙ্গে জড়িয়ে আছে সুখদুখের স্মৃতি, না পাওয়ার ব্যাকুলতা, দুই বেলা খেয়েপরে থাকার সুখী সংসারের স্বপ্ন। এসব আক্ষেপ পূরণের আশায় আট বছর আগের প্রেম আঁকড়ে ধরতে একমুহূর্তও দেরি করেনি বৈশাখ।

এ বৈশাখের প্রেম, ভয়, ব্যাকুলতা আর আক্ষেপের সংসারের সিনেমা ‘দেয়ালের দেশ’। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ১১টি সিনেমার একটি। মুক্তির আগেই যে কটি সিনেমা ট্রেলার ও গান দিয়ে আলোচনায় ছিল, তার মধ্যে দেয়ালের দেশ অন্যতম। এ সিনেমায় অভিনয় করে তাক লাগিয়েছেন প্রধান দুই চরিত্রের শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলী। বিশেষ করে সংলাপহীন বুবলী এ ছবিতে চোখ আর মুখের অভিব্যক্তি দিয়ে বাজিমাত করেছেন। মিশুক মণি পরিচালিত এ সিনেমাটি দারুণ আলোচনায় এসেছে মুক্তির পর। গল্প, সংলাপ, গান ও নির্মাণের মুনশিয়ানায় সরকারি অনুদানের সিনেমাটি দর্শককে বিনোদন দিচ্ছে, অনেক ভাবনার খোরাক দিচ্ছে।


পাশাপাশি বুবলী অভিনয়ের মুগ্ধতা ছড়াচ্ছেন জাকির উদ্দিন জসীমের ‘মায়া’ সিনেমা দিয়েও। এ সিনেমায় বুবলী অভিনয় করেছেন তিন নায়কের বিপরীতে। তারা হলেন সাইমন সাদিক, জিয়াউল রোশান ও আনিসুর রহমান মিলন। চতুর্ভুজ প্রেমের এ সিনেমা অনেক দিন পর নব্বইয়ের দশকের আমেজ নিয়ে এসেছে দর্শকের সামনে। অল্প কিছু হল পেলেও বাণিজ্যিক ধারার সিনেমাটির রেসপন্স নিয়ে খুশি এর পরিচালক ও প্রযোজক। বুবলীও দুই সিনেমার প্রতি দর্শক সাড়ায় আপ্লুত।

গেল বছর কোরবানির ঈদে ক্যাসিনো ও প্রহেলিকা নামে দুটি সিনেমা মুক্তি পেয়েছিল। এবারও দুই সিনেমা নিয়ে হাজির বুবলী। তিনি বলেন, ‘এক উৎসবে একজন শিল্পীর দুটি সিনেমা মানে নিজের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হওয়া নয়। এটা আনন্দময় উপভোগের। আমিও উপভোগ করছি। ভিন্ন আঙ্গিকের গল্পে দুই সিনেমা দিয়ে দর্শকের সামনে হাজির হতে পেরে ভালো লাগছে। দেয়ালের দেশ সিনেমার গল্পটা অনেক ব্যাপ্তির। এতে অনেক মেসেজ আছে। আছে প্রেম, ভালোবাসা, নানা রকম দায়বদ্ধতার বার্তা। আর মায়া সিনেমাটি রোমান্টিক গল্পের। এতেও আমার চরিত্রে অনেক চ্যালেঞ্জ ছিল।’

কোন সিনেমা বা চরিত্র আপনি এগিয়ে রাখবেন? এমন প্রশ্নের জবাবে বুবলী বলেন, ‘আমি দুটি ছবিই এক চোখে দেখি। কারণ দুটি সিনেমাই আমার। আর চরিত্রগুলোও আমার। এগুলো নিয়ে আলাদা রেসপন্স, প্রশংসা পাচ্ছি, এটা উপভোগের।’

এ মুহূর্তে বুবলীর হাতে আছে প্রায় হাফ ডজন সিনেমার কাজ ও প্রস্তাব। ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যস্ত অভিনেত্রীদের অন্যতম তিনি। কাজ করে যাচ্ছেন ভিন্ন ভিন্ন গল্প ও চরিত্রে। নায়িকার ভাষ্য, ‘কাজই মানুষকে এগিয়ে রাখে, টিকিয়ে রাখে। আমি কাজ করে যেতে চাই। যত দিন উপভোগ করা যায়, কাজ করে যাব।’

বুবলী অভিনীত দেয়ালের দেশ সিনেমায় রাজ-বুবলী ছাড়াও আছেন আজিজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাশুক, স্বাগতাসহ অনেকে।

অন্যদিকে ‘মায়া’ সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, বড়দা মিঠু, রেবেকা রউফ, চিকন আলী, রাশেদা চৌধুরী, শম্পা নিজাম, সোহেল রশিদ, শিবলী, অরিন, বাদল, ববি, জ্যাকি আলমগীর, সীমান্ত, ইভা, আকলিমা আঁখি প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা