× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনন্য মর্যাদায় লেয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪ ১৪:৪০ পিএম

লেয়া সেদ্যু। ছবি : সংগৃহীত

লেয়া সেদ্যু। ছবি : সংগৃহীত

কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসর বসতে চলেছে ১৪ মে। ভূমধ্যসাগরের তীরে দক্ষিণ ফ্রান্সের কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উৎসবটি চলবে ২৫ মে পর্যন্ত। উদ্বোধনী সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন ফরাসি কমেডিয়ান অভিনেত্রী ক্যামিল কোতাঁন।

কান চলচ্চিত্র উৎসবের প্রতি আসরে উদ্বোধনী ছবি হয়ে থাকে তারকাবহুল। এবারও ব্যতিক্রম হচ্ছে না। ৭৭তম কান উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র নির্বাচিত হয়েছে কোয়ান্তাঁ দ্যুপিয়ো পরিচালিতদ্য সেকেন্ড অ্যাক্ট’ সিনেমাটি; যা যেকোনো সিনেমার জন্য অনন্য মর্যাদার। এতে অভিনয় করেছেন বন্ডকন্যা লেয়া সেদ্যু। জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজের সর্বশেষ দুই ছবিস্পেক্টর’ নো টাইম টু ডাই’তে দেখা গেছে তাকে। দ্য সেকেন্ড অ্যাক্ট ছবিতে তার সহশিল্পী ফরাসি দুই তারকা ভাসোঁ লান্দোঁ লুই গারেল। লাল গালিচায় একসঙ্গে হাজির হবেন তারা। নিয়ে বেশ উচ্ছ্বসিত লেয়া সেদ্যু।

ফ্রান্সের কোয়ান্তাঁ দ্যুপিয়ো একাধারে চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার সংগীতশিল্পী। ১৭ বছরের ক্যারিয়ারে ১৩টি পূর্ণদৈর্ঘ্য ছবি পরিচালনা করেছেন। এর মধ্যে ২০১০ সালে কান উৎসবের সমান্তরাল বিভাগ ক্রিটিকস উইকেরাবার’ ২০১৯ সালে ডিরেক্টরস ফোর্টনাইটেডিয়ারস্ক্রিন’ স্থান পায়।

দ্য সেকেন্ড অ্যাক্ট কোয়ান্তাঁ দ্যুপিয়োর একটি ফ্র্যাঞ্চাইজের চতুর্থ পর্ব। আগের তিনটি কিস্তি ছিলম্যান্ডিবলস’, ‘স্মোকিং কজেস কফিং’ ইয়ানিক’। এর মধ্যে ২০২২ সালে কানের অফিসিয়াল সিলেকশনে প্রতিযোগিতার বাইরে দেখানো হয়স্মোকিং কজেস কফিং’। আগের তিন পর্বের মতো নতুনটিতেও অভিনয় করেছেন রাফায়েল ক্যুনার। ছাড়া আছেন সমকালীন ফরাসি চলচ্চিত্রের আলোকিত মুখ আলাঁ শাবা, বেনোয়াঁ পুলভর্দ, জ্যঁ দুজারদাঁ, আদেল একজারকোপুলোস, লেয়া ড্রুকার, বেনোয়াঁ মেজিমেল, আনাইস দ্যুমুস্তিয়ের, ভাসোঁ লাকস্ত, জিল ল্যুলুশ, এদুয়ার্দ বেয়ার, পিও মারমাই।

দ্য সেকেন্ড অ্যাক্টের দৈর্ঘ্য ঘণ্টা ১৬ মিনিট। এটি দৈনন্দিন আবাস থেকে বেরিয়ে পথযাত্রানির্ভর চলচ্চিত্র। এর গল্পে দেখা যাবে, বাবার সঙ্গে ডেভিডকে পরিচয় করিয়ে দিতে চায় ফ্লোরেন্স। ডেভিডকে সে ভীষণ ভালোবাসে। কিন্তু ফ্লোরেন্সের প্রতি অত আকর্ষণ নেই ডেভিডের। মেয়েটিকে বন্ধু উইলির দিকে ঠেলে দিতে চায় সে। একদিন চারটি চরিত্র একটি রেস্তোরাঁয় সাক্ষাৎ করে।

১৪ মে প্রতিযোগিতার বাইরে দ্য সেকেন্ড অ্যাক্টের ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। একই দিন ফ্রান্সের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কমেডি ছবিটি।ক্ষেত্রে সহায়তা করবে ন্যাশনাল ফেডারেশন অব ফ্রেঞ্চ সিনেমাস (এফএনসিএফ)

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা