× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কান উৎসবের জন্য নির্বাচিত চলচ্চিত্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪ ১৬:৫৭ পিএম

কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরের অফিসিয়াল সিলেকশন ঘোষণা করা হয়েছে। ছবি : সংগৃহীত

কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরের অফিসিয়াল সিলেকশন ঘোষণা করা হয়েছে। ছবি : সংগৃহীত

কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরের অফিসিয়াল সিলেকশন ঘোষণা করা হয়েছে। এবার মূল প্রতিযোগিতায় ১৯টি, আঁ সার্তে রিগা বিভাগে ১৫টি, প্রতিযোগিতার বাইরে ৫টি, মিডনাইট স্ক্রিনিংস বিভাগে ৪টি, কান প্রিমিয়ারে ৬টি এবং স্পেশাল স্ক্রিনিংস বিভাগে ৫টি চলচ্চিত্র স্থান পেয়েছে। 

ফ্রান্সের প্যারিসে গত বৃহস্পতিবার সকাল ১১টায় (বাংলাদেশ সময় বিকাল ৩টা) এবারের অফিসিয়াল সিলেকশন ঘোষণা করেন কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো ও সভাপতি ইরিস নোব্লোক। ভূমধ্যসাগরের তীরে দক্ষিণ ফ্রান্সের কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উৎসবটির পর্দা উঠবে ১৪ মে। উদ্বোধনী চলচ্চিত্র নির্বাচিত হয়েছে কোয়ান্তাঁ দ্যুপিয়ো পরিচালিত ‘দ্য সেকেন্ড অ্যাক্ট’। এবারের কান উৎসব চলবে ২৫ মে পর্যন্ত। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন ফরাসি কমেডিয়ান অভিনেত্রী ক্যামিল কোতাঁন। 

মূল প্রতিযোগিতার জন্য নির্বাচিত সিনেমাগুলো হচ্ছে- দ্য অ্যাপ্রেনটিস (আলি আব্বাসি, ইরান/ডেনমার্ক), মোটেল ডেস্টিনো (করিম আইনুজ, ব্রাজিল), আনোরা (শন বেকার, যুক্তরাষ্ট্র), এমিলিয়া পেরেস (জ্যাক অদিয়াঁর, ফ্রান্স), বার্ড (আন্ড্রেয়া আর্নল্ড, যুক্তরাজ্য), মেগালোপলিস (ফ্রান্সিস ফোর্ড কপোলা, যুক্তরাষ্ট্র), ওয়াইল্ড ডায়মন্ড (আগাত রিদাঁজে, প্রথম চলচ্চিত্র, ফ্রান্স), ওহ কানাডা (পল শ্রেডার, যুক্তরাষ্ট্র), লিমোনোভ–দ্য ব্যালাড (কিরিলি সেরেব্রেনিকোভ, রাশিয়া), পার্থেনোপ (পাওলো সরেন্তিনো, ইতালি), দ্য গার্ল উইথ দ্য নিডেল (মান্নেস ফন হোর্ন, সুইডেন), দ্য শ্রাউডস (ডেভিড ক্রোনেনবার্গ, কানাডা), দ্য সাবস্ট্যান্স (কোরালি ফারজাঁ, ফ্রান্স), গ্র্যান্ড ট্যুর (মিগেল গোমেজ, পর্তুগাল), মার্সেলো মিয়ো (ক্রিস্তফ অনোরেঁ, ফ্রান্স), কট বাই দ্য টাইডস (জিয়া জ্যাং-কি, চীন), অল উই ইমাজিন অ্যাজ লাইট (পায়েল কাপাডিয়া, ভারত), কাইন্ডস অব কাইন্ডনেস (ইয়োর্গোস লানতিমোস, গ্রিস) এবং লা’ মুর উফ / ওয়াও লাভ (জিল ল্যুলুশ, ফ্রান্স)। এ ছাড়াও স্পেশাল স্ক্রিনিংসের জন্য নির্বাচিত সিনেমাগুলো হচ্ছেÑ ল্যু ফিল (দানিয়েল অঁতাই, ফ্রান্স), আর্নেস্ট কোল, লস্ট অ্যান্ড ফাউন্ড (রাউল পেক, হাইতি), আপ্রঁন্দ / লার্ন (ক্লেয়ার সাইমন, ফ্রান্স), লা বেল দ্যু গাজা / দ্য বিউটিফুল অব গাজা (ইওলঁন্দ জাউবারম্যান, ফ্রান্স), দ্য ইনভেশন (সার্গেই লোজনিৎসা, ইউক্রেন)। মূল প্রতিযোগিতা বিভাগে বিচারকদের প্রধান থাকছেন ‘বার্বি’-এর পরিচালক গ্রেটা গারউইগ। আঁ সাঁর্তে রিগা বিভাগে প্রধান বিচারক থাকবেন কানাডিয়ান পরিচালক-অভিনেতা হাভিয়ার দোলান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা