× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিভিতে আজ অসম্ভব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪ ১৬:৫০ পিএম

অসম্ভব সিনেমার পোস্টার।

অসম্ভব সিনেমার পোস্টার।

ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ অরুণা বিশ্বাস। অসংখ্য সিনেমায় অভিনয়ের রোশনাই ছড়িয়েছেন। একজন নির্মাতা হিসেবেও হাত পাকিয়েছেন নাটক-টেলিছবি বানিয়ে। গেল বছর তার অভিষেক হয়েছে সিনেমার নির্মাতা হিসেবে। ৩ নভেম্বর মুক্তি পেয়েছে তার ‘অসম্ভব’ নামের সিনেমা। সরকারি অনুদানে নির্মিত এ সিনেমা দিয়ে বেশ প্রশংসা পেয়েছেন তিনি। এবার অরুণা বিশ্বাসের সিনেমাটি প্রথমবারের মতো টিভিতে প্রচার হতে যাচ্ছে।

আজ চ্যানেল আইতে সকাল সাড়ে ১০টায় প্রচার হবে অসম্ভব। এ নিয়ে বেশ আনন্দিত অরুণা। তিনি বলেন, ‘সিনেমা হলে মুক্তির পর ভালো সাড়া পেয়েছিলাম। অনেকে জানতে চাইছিলেন সিনেমাটি টিভিতে বা ওটিটিতে কবে যাবে। আনন্দের সঙ্গে জানাচ্ছি সিনেমাটি ঈদের অনুষ্ঠানমালার অংশ হিসেবে চ্যানেল আইতে আজ প্রচার হবে। আশা করি টিভিদর্শকের কাছে এটি উপভোগ্য হবে।’

ছবির গল্প নিয়ে তিনি বলেন, ‘সিনেমাটিতে আমাদের ঐতিহ্যবাহী যাত্রাশিল্পের অনেক বিষয় গল্পের মধ্য দিয়ে উঠে এসেছে; যা দর্শকদের ভালো লাগবে। এ সিনেমায় শেষ গানটি লিখেছেন কিংবদন্তি গীতিকবি ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার। ‘ও শাড়ি’ গানটি দর্শকের মন ছুঁয়ে যাবে। অসম্ভব আমার ভালোবাসা-আবেগের একটি সিনেমা।’

সিনেমার অন্যতম অভিনেত্রী সোহানা সাবা বলেন, ‘এ সিনেমার গল্পই আমাদের শক্তি। আমাদের নিজেদের গল্প, আমাদের আন্তরিকতা, আমাদের সর্বোচ্চ চেষ্টা এ ছবিকে এগিয়ে নিয়ে যাবে। এমন একটা সুন্দর টিমের অসম্ভব সিনেমা হলের পর এবার টিভিতে আসছে। আমি সবাইকে ছবিটি দেখার আমন্ত্রণ জানাই।’

অরুণা বিশ্বাস পরিচালিত প্রথম সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, শতাব্দী ওয়াদুদ, সোহানা সাবা, গাজী আবদুন নূর, শাহেদ শরীফ খান, স্বাগতা, শহীদ কাদরী, নাফিস আহমেদ এবং একটি বিশেষ চরিত্রে আছেন যাত্রাসম্রাজ্ঞী খ্যাত জ্যোৎস্না বিশ্বাস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা