× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদে তাদের ‘বাড়ি ফেরা’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪ ১১:৫৭ এএম

‘বাড়ি ফেরা’ নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন মো. ইকবাল হোসেন।

‘বাড়ি ফেরা’ নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন মো. ইকবাল হোসেন।

লম্বা সময় বিরতির পর এই ঈদেই নতুন নির্মাণ নিয়ে ফিরছেন আমিনুল সিকদার। তার এবারের নাটক ‘বাড়ি ফেরা’। কাজটি নিয়ে নির্মাতা তো বটেই, তার ঘনিষ্ঠজনরাও ভীষণ উচ্ছ্বসিত। ‘বাড়ি ফেরা’ গল্পে দেখা যাবে বাবা-মায়ের সঙ্গে জুড়ে থাকা সন্তানদের আবেগ নিয়ে বিভিন্ন ঘটনা।

বাবা-মা ও দুই ছেলে নিয়ে মধ্যবিত্ত একটি গ্রামীণ পরিবার। বাবা-মা সব সময়ই সন্তানদের ভবিষৎ নিয়ে চিন্তিত থাকেন যে তারা কীভাবে একটা সুন্দর ও পরিচ্ছন্ন জীবন কাটাবে। প্রতিনিয়ত সন্তানদের ভালোর জন্যই যত লড়াই যত রাগ অভিমান। সন্তানদের দূরে থাকাও বাবা-মায়ের মন কাঁদায়।

নাটকটিতে অভিনয় করেছেন শামীমা নাজনীন, ফারুক আহমেদ, জামশেদ শামীম, দীশি, জারীফসহ অনেকে। ঈদের আগের দিন রাত ৯টায় ইউটিউবে প্রচারিত হবে ‘বাড়ি ফেরা’ নাটকটি।

নির্মাতা আমিনুল সিকদার বলেন, ‘দর্শক এখন গল্পভিত্তিক কাজ দেখতে পছন্দ করেন এবং একজন নির্মাতা হিসেবে আমারও পুরোপুরি সন্তুষ্ট হতে হবে যে আমি কোন ধরনের গল্পে কাজ করব। যদি আমিই সন্তুষ্ট না থাকি তাহলে দর্শকদের কীভাবে খুশি করব। কিছু দিন আগেই কান পাতলে শোনা যেত যে বাংলা নাটক ইন্ডাস্ট্রিতে চলছে রুচির দুর্ভিক্ষ।

‘দর্শকদের মধ্যে দেখা দিয়েছিল হতাশা। সিনিয়র আর্টিস্টদের আক্ষেপও ছিল অনেক। তবে এখন দুর্ভিক্ষ কাটিয়ে উঠছে বাংলা নাটক ইন্ডাস্ট্রি। ইদানীং ভালো মানের কাজ রিলিজ হচ্ছে। দর্শকও বেশ আনন্দ পাচ্ছে নাটক দেখে। আমি আমার কাজটি নিয়ে আশাবাদী।’

‘বাড়ি ফেরা’ নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন মো. ইকবাল হোসেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা