× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদে আসছে মায়া

অভিনয়ে তারকাদের দুই জোড়া যমজ সন্তান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪ ১৫:১১ পিএম

রোজার ঈদ উপলক্ষে প্রায় ১০০ বছর আগের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘মায়া’।

রোজার ঈদ উপলক্ষে প্রায় ১০০ বছর আগের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘মায়া’।

রোজার ঈদ উপলক্ষে প্রায় ১০০ বছর আগের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ওয়েব ফিল্মমায়া’। এর মূল গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। একে চিত্রনাট্যে এনে পরিচালনা করেছেন অনিমেষ আইচ। বেশ চমক জাগানিয়া কাজটি আলোচনায় এসেছে তারকাদের দুই জোড়া যমজ সন্তানের জন্য। দেশের জনপ্রিয় তারকা দম্পতি বৃন্দাবন দাস শাহনাজ খুশি দম্পতির ছেলে দিব্য জ্যোতি সৌম্য জ্যোতি এবং অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দার দুই মেয়ে টাপুর টুপুরকে দেখা যাবে ওয়েব ফিল্মে।

এরই মধ্যে ওয়েব ফিল্মটির পোস্টার ছবি প্রকাশ হয়েছে ফেসবুকে। সেগুলো নিয়ে খোশগল্প চলছে শোবিজে। সবাই বেশ উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন নতুন প্রজন্মের চার শিল্পীকে। অনেকে অভিনন্দন জানিয়েছেন তাদের বাবা-মাকেও।

এতে আরও অভিনয় করেছেন বৃন্দাবন দাস, গোলাম ফরিদা ছন্দা, মিতুল রহমান, তানভীর হোসেন প্রবাল, সাহানা সুমীসহ অনেকে।


পরিচালক ওয়েব ফিল্মটির গল্প সম্পর্কে জানান, মানবেন্দ্র নামে একজন গরিব বামুন সন্তান জীবিকার অন্বেষণে একটি গ্রামে আসে। সেখানে পরাশর বাবুর পুরোনো এক বাড়ি পাহারা দেওয়ার চাকরি পায়। গ্রামবাসীর শত বাধা সত্ত্বেও সে অভিশপ্ত বাড়িতে অবস্থান করে। এরপর সে বাড়িতে নানানরকম অলৌকিক ঘটনা ঘটতে থাকে। মানবেন্দ্র এক অশরীরী আত্মা চিনুর প্রেমে পড়ে। কী এক মায়ায় যেন আটকে যায়, কোনোভাবেই সে আর ওই বাড়ি থেকে বেরোতে পারে না।

মানবেন্দ্র কি পারবে বাড়িটি থেকে বেরিয়ে আসতে, নাকি সে আটকে যাবে আরও গভীর কোনো মায়ায়?

পরিচালক অনিমেষ আইচ বলেন, ‘কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের খুবই জনপ্রিয় অতিলৌকিক গল্প মায়া। গল্পটি প্রায় ১০০ বছর আগের প্রেক্ষাপটে রচিত। আমরা গল্প থেকে যখন সিনেমা বানাই, তখন চেষ্টা করি গল্পের মূল এসেন্স ঠিক রেখে সিনেম্যাটিক কায়দায় পর্দায় তুলে আনতে। গল্পে ভৌতিক ঘটনার আড়ালে একটা প্রেমকাহিনী সাবপ্লট হিসেবে আছে। মানুষ মায়া নিয়ে বাঁচে, মায়ার সম্পর্ক মানুষকে মানুষ হওয়ার জন্য অনুপ্রেরণা জোগায়। সেটাই ফুটে উঠবে ফিল্মে।’

ঈদের চতুর্থ দিন পহেলা বৈশাখে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে প্রচার হবে ওয়েব ফিল্ম মায়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা