× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদে মুক্তির মিছিলে লিপস্টিক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪ ১৩:৪১ পিএম

ঈদে মুক্তির মিছিলে যুক্ত হয়েছে ‘লিপস্টিক’ সিনেমাটি।

ঈদে মুক্তির মিছিলে যুক্ত হয়েছে ‘লিপস্টিক’ সিনেমাটি।

সময় যত ঘনাচ্ছে সিনেমার তালিকাও যেন লম্বা হচ্ছে। হলসংখ্যা নিয়ে ভাবছেন না কেউই। ঈদের বাজারে সিনেমা মুক্তি দিতে ব্যস্ত সবাই। চলছে নানা রকম প্রচারও। সর্বশেষ মুক্তির মিছিলে যুক্ত হয়েছেলিপস্টিক’ সিনেমাটি। সিনেমার আইটেম গানবেসামাল’ প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলো আসন্ন ঈদে মুক্তি পাবে লিপস্টিক। সম্প্রতি সিনেমাটি আনকাট সেন্সর পেয়েছে বলে জানিয়েছেন পরিচালক কামরুজ্জামান রোমান।

রোমান জানান, ‘আমরা ঈদেই মুক্তি দেব এমন সিদ্ধান্ত আগেই নেওয়া ছিল। কেবল সেন্সর ছাড়পত্রের জন্য অপেক্ষা করেছি। আজ সেন্সর ছাড়পত্র হাতে পেয়েই আমাদের সিনেমার ব্যয়বহুল বেসামাল গানটি প্রকাশের মাধ্যমে ঈদে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিলাম।’

সাজগোজ প্রেজেন্ট বেসামাল গানটি প্রকাশ পেয়েছে টাইগার মিডিয়ার ইউটিউব ফেসবুক পেজে। এর কথা লিখেছেন কবির বকুল আর সুর-সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন। গানটিতে কণ্ঠ দিয়েছেন স্নেহা ভট্টাচার্য।

সিনেমার গল্পে দেখা যাবে ঢাকার অদূরে এক গ্রামের কিশোরী বুচি। চোখেমুখে তার নায়িকা হওয়ার স্বপ্ন। সে উদ্দেশ্যেই ঢাকায় আসা তার। সব আনুষ্ঠাকিতা প্রায় সম্পন্ন। এখন শুধু নায়িকা হওয়াটাই বাকি। নায়িকা হয়েও যান। এর পরই শুরু হয় অন্য এক জীবন। এতে বুচি চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। তার নায়ক আদর আজাদ।

পূজা চেরি বলেন, ‘অন্ধকার এক সময়ের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি আমি। কদিন আগেই মাকে হারালাম। যে আমার পৃথিবী। সেই মা-ই এখন আমার সঙ্গে নেই। এমন সময়ে চারদিকে অন্ধকার লাগছে। ঠিক এই সময়ে লিপস্টিক ঈদে মুক্তির খবর এলো। এখন সিনেমাটা নিয়েই ব্যস্ত থাকব। মা হারানের শোক কাটিয়ে ওঠার চেষ্টা করব। সবাই আমাকে আশীর্বাদে রাখবেন।’

সিনেমাটিতে নিজের চরিত্র প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘বাস্তব জীবনেও গ্রামের অনেক মেয়ের এমন ঘটনা আছে। তারা বাংলা সিনেমা দেখার পোকা। সিনেমার রঙিন দুনিয়ার নায়কের নায়িকা হওয়ার স্বপ্ন দেখে কেউ কেউ। প্রিয় তারকাকে সামনাসামনি দেখার তুমুল আগ্রহ থাকে তাদের। সিনেমায় বুচিও এমন এক নারী।’

চিত্রনায়ক আদর আজাদ সিনেমাটিকে রোমান্টিক থ্রিলার গল্পের বলছেন। তার ভাষ্য, ‘গল্পটি দর্শকের হৃদয়ে নাড়া দেবে। এর ফাইটগুলোও দুর্দান্ত হয়েছে। পুরোপুরি রোমান্টিক না, বলা যায় রোমান্টিক থ্রিলার। ছবিটি দর্শকের কাছে উপভোগ্য হবে বলে আমার বিশ্বাস।’

সিনেমাটির গল্পের কথা জানিয়ে এর আগে পূজা চেরি বলেছিলেন, চিত্রনাট্য পড়ার সময়ই গল্পটির প্রেমে পড়ে যান। চরিত্রটি করতে গিয়ে সেই প্রেম গাঢ় হয় আরও।

বিভিন্ন চরিত্রে এতে অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। একটি অতিথি চরিত্রে দেখা যাবে জায়েদ খানকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা