× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ধর্ম ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ম্যাজিক দেখাচ্ছেন তিন কন্যা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪ ১২:৫৯ পিএম

বলিউডের তিন কন্যা বেশ ম্যাজিক দেখিয়ে যাচ্ছেন বক্স অফিসে।

বলিউডের তিন কন্যা বেশ ম্যাজিক দেখিয়ে যাচ্ছেন বক্স অফিসে।

নেই কোনো খান, ধুমধাম অ্যাকশন কিংবা ভিএফক্সের ছড়াছড়ি। তবু বলিউডের তিন কন্যা বেশ ম্যাজিক দেখিয়ে যাচ্ছেন বক্স অফিসে। যারা লজিক কম খুঁজে বিনোদন বেশি চান সেসব দর্শকের মনে দোলা দিয়েছে টাবু-কারিনা-কৃতি অভিনীতক্রু’ সিনেমাটি।

রাজেশ কৃষ্ণন পরিচালিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ২৯ মার্চ। মুক্তির পর থেকেই বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে। বক্স অফিসের রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে, মুক্তির চতুর্থ দিনে সোমবার ভারতীয় বক্স অফিস থেকে সিনেমাটি আয় করেছে কোটি রুপি। চার দিন শেষে সিনেমাটির মোট আয় ৩৩ কোটি ২৫ লাখ রুপি। আর বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৪০ কোটি পেরিয়েছে। ধারণা করা হচ্ছে, চলতি সপ্তাহেই ৫০ কোটি রুপি আয়ের ঘর পার করবে তিন কন্যার ছবিটি।

এদিকে হিন্দুস্তান টাইমস বলছে, মুক্তির প্রথম তিন দিনেই ৬০ কোটি রুপি বাজেটের ছবিটি তার লগ্নির টাকা ঘরে তুলেছে। চার দিনে দেখেছে আয়ের মুখ। সেই সঙ্গে নারীকেন্দ্রিক সিনেমা হিসেবে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ডও গড়েছে ক্রু। গণমাধ্যমটির দাবি, টাবু, কারিনা কৃতির সিনেমাটি প্রথম দিনে ভারতে ১০.২৮ কোটি রুপি আয় করে। সেদিন বিশ্বজুড়ে মোট আয় ছিল ২০.০৭ কোটি। দ্বিতীয় দিনে এটি ভারতে ১০.৮৭ কোটি রুপি এবং বিশ্বজুড়ে ২১.০৬ কোটি রুপি ঘরে তুলে নেয়। তৃতীয় দিনে ছবিটি আয় করে বিশ্বজুড়ে ২১.৪০ কোটি রুপি এবং শুধু ভারতীয় বক্স অফিসের আয় ছিল ১১.৪৫ কোটি রুপি। তিন দিনে ছবিটি সব মিলিয়ে ৬২ কোটি রুপির বেশি আয় করে। চতুর্থ দিনে আয় পৌঁছেছে ৮০ কোটির ঘরে।

বলিউড মেইনস্ট্রিমে নারীকেন্দ্রিক সিনেমা সেই অর্থে বিরল। তবে সিনেমাটির ওপর যেন জেদ করেই বাজি লাগিয়েছেন দুই নারী প্রযোজক একতা কাপুর রিয়া কাপুর।

সিনেমাটি পরিচালনা করেছেন বিজয় কৃষ্ণন। বালাজি টেলিফিল্মস অনিল কাপুর ফিল্ম অ্যান্ড কমিউনিকেশনস নেটওয়ার্কের ব্যানারে তৈরি সিনেমায় আরও দেখা মিলেছে শাশ্বত চট্টোপাধ্যায়, দোসাঞ্জ, কপিল শর্মা, রাজেশ শর্মা কুলভূষণ খারবান্দের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা