× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবার একসঙ্গে ইমরান ও ন্যান্সি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪ ১২:৫৫ পিএম

সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যান্সি।

সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যান্সি।

দেশবরেণ্য দুই সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যান্সি। দুজনই রোমান্টিক গানের জন্য শ্রোতানন্দিত। দ্বৈত কণ্ঠে তারা উপহার দিয়েছেন বেশ কিছু মিষ্টিমধুর গান। সেই ধারাবাহিকতায় আবারও গাইলেন একটি সিনেমার জন্য। অনেক দিন পর ইমরান ও ন্যান্সিকে গাইতে দেখা যাবে ‘অফিসার ইনচার্জ’ সিনেমায়।

এ গানের কথা লিখেছেন মাহমুদ মুরাদ। এসআই শহীদের সুর-সংগীতে গানটির রেকর্ড হয়েছে সম্প্রতি।


গানটি নিয়ে গীতিকার মাহমুদ মুরাদ বলেন, ‘সুরকার এসআই শহীদ আমাকে ছবির গল্পটি শুনিয়েছিলেন। গল্পটি দারুণ। এজন্যই আমি গানটি লিখতে আগ্রহী হয়েছি। খুব চমৎকার সুর হয়েছে গানটির। আর ইমরান ও ন্যান্সির গায়কী নিয়ে তো বলার কিছু নেই। আমার দৃঢ়বিশ্বাস এ গানটি সবার ভালো লাগবে। সিনেমার মধ্যে অন্যতম হবে আমাদের এ গান।’

ইমরান বলেন, ‘এ গানটি রোমান্টিক। কথাও সুন্দর। সাধারণত গানের কথা ও সুর বিশেষ মনে না হলে আমি অন্যের আয়োজনে গাই না। এ গানটি করে আমার ভালো লেগেছে। আশা করি গানটি শ্রোতাদের মুগ্ধ করবে।’

ন্যান্সি বলেন, ‘এ গান দিয়ে অনেক দিন পর সিনেমায় কণ্ঠ দিলাম। ইমরানের সঙ্গেও গাওয়া হলো বেশ বিরতির পর। রোমান্টিক গান, এসব গানের আবেদন সব সময়ই আমাদের শ্রোতাদের কাছে বেশি। আশা করি এ গান সবার মন ছুঁয়ে যাবে।’

সুরকার এসআই শহীদ জানান, সম্প্রতি গানের শুটিং শেষ হয়েছে। সিনেমাটি আগামী কোরবানি ঈদে মুক্তি দেওয়ার কথা। তখনই প্রকাশ হবে গানটি।

অফিসার ইনচার্জ সিনেমাটি নির্মাণ করেছেন বদিউল আলম খোকন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডি এ তায়েব, মাহিয়া মাহি, মিশা সওদাগর, ইফতিসহ অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা