× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলফিকার রাসেলের কথায় আবারও বলিউডের অন্বেষার গান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪ ১৬:৫৭ পিএম

আপডেট : ০২ এপ্রিল ২০২৪ ১৮:০০ পিএম

জুলফিকার রাসেলের কথায় আবারও বলিউডের অন্বেষার গান

টলিউড-বলিউড হয়ে ভারতের প্রায় বেশিরভাগ সিনেমা ইন্ডাস্ট্রিতেই নিয়মিত গান করে চলেছেন অন্বেষা। হিট গানের সংখ্যাও কম নয়। আবার ঢালিউডে নিয়মিত না হলেও ঢাকার স্বাধীন প্ল্যাটফর্মে প্রায়শই এ সুকণ্ঠীর কণ্ঠ মেলে বিভিন্ন আমেজের গানচিত্রে। 

তার মধ্যে বেলাল খানের সঙ্গে ‘বেঁচে থাকার জন্যে’ কিংবা ইমরান মাহমুদুলের সঙ্গে ‘লাগে বুকে লাগে’ নামের গানগুলো প্রশংসা নিয়ে ছুঁয়েছে দুই বাংলার শ্রোতাহৃদয়। দুটো গানই লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গীতিকবি জুলফিকার রাসেল।

মাঝে খানিক বিরতি নিয়ে বাংলাদেশের ঈদ উৎসব ও বাংলা নববর্ষের উপহার হিসেবে জুলফিকার রাসেলের কথায় অন্বেষা ফিরেছেন নতুন গানে। এবারের গান ‘একইভাবে দিন আসে’। গানটির সুর-সংগীতায়োজন করেছেন কলকাতার টুনাই দেবাশীষ গাঙ্গুলি।

যা প্রকাশ হয়েছে আজ জুটি মিউজিকের ব্যানারে ইউটিউব-ফেসবুকসহ আন্তর্জাতিক অডিও-ভিডিও স্ট্রিমিং সাইটগুলোতে। গানচিত্রটি প্রকাশের পর সাড়াও মিলছে বেশ। শুধু গানের জন্যই নয়, এ প্রশংসা গল্পনির্ভর ভিডিওর জন্যও পাওয়া যাচ্ছে।

শান্তনু বোসের নির্মাণে ভিডিওতে মডেল হয়েছেন ফিরোজ শাহ ও সুকর্ণ পাল।

গানচিত্রটি প্রসঙ্গে গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘অন্বেষার সঙ্গে আমার বেশ ক’টি গানের প্রজেক্ট হয়েছে। সবগুলোই দারুণ প্রশংসা পেয়েছি। এবার সুরকার টুনাই দাদার আগ্রহে অন্বেষার জন্য গান করলাম। আশা করছি ঈদ আনন্দ আর নববর্ষের উপহার হিসেবে শ্রোতা-দর্শকদের মন্দ লাগবে না।’

এদিকে অন্বেষা জানালেন গানটি গেয়ে তৃপ্তি পাওয়ার কথা। তার ভাষায়, ‘গানটির কথা, সুর, সংগীত ও ভিডিও- সবটুকুই মিষ্টি। আশা করছি দুই বাংলার শ্রোতারা গানটি শুনে তৃপ্তি পাবেন, দেখেও চোখের আরাম পাবেন।’

গানটির সুরকার টুনাই দেবাশীষ গাঙ্গুলি বলেন, ‘রাসেল আমার প্রাণের বন্ধুদের একজন। আমি ভীষণ আপ্লুত এ গানটির সুর-সংগীত করে। অত্যন্ত ভালোবাসা নিয়ে গানটা গেয়েছে অন্বেষা। আর রাসেলের গীতিকবিতার প্রশংসা নতুন করে বলার কিছু নেই। আশা রাখি দুই বাংলার সবার ভালো লাগবে গানটি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা