× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওপেনহাইমার একটি প্রোপাগান্ডা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪ ১০:২৪ এএম

রণদীপ হুদা

রণদীপ হুদা

এবার নতুন খবরে শিরোনামে এসেছেন বলিউড অভিনেতা রণদীপ হুদা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ওপেনহাইমার সিনেমার সমালোচনা করেছেন তিনি। এ অভিনেতা বলেন, রবার্ট জে ওপেনহাইমার পারমাণবিক বোমা তৈরি করেছিলেন এবং এটি একটি বেদনাদায়ক ঘটনা ছিল।

ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’ গত বছর মুক্তিপ্রাপ্ত সবচেয়ে আলোচিত সিনেমার একটি। আণবিক বোমার জনক রবার্ট ওপেনহাইমারকে নিয়ে নির্মিত সিনেমাটি সেরা সিনেমা, সেরা পরিচালকসহ সর্বোচ্চ সাতটি শাখায় অস্কার পেয়েছেন। এবার সেই সিনেমা নিয়েই রণদীপ হুদার তীব্র সমালোচনা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বলিউড এ অভিনেতা ওপেনহাইমার সিনেমাকে একটি ‘প্রোপাগান্ডা’ প্রজেক্ট হিসেবে অবহিত করেছেন।

বিয়ারবিসেপস পডকাস্টে শোতে রণদীপ হুদা বলেন, ‌‘আমেরিকা ওপেনহাইমার তৈরি করেছে। সেই মানুষটি পারমাণবিক বোমা তৈরি করেছিল। যা একটি বেদনাদায়ক ঘটনা ছিল। জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে বেসামরিক নাগরিকদের ওপর তারা রাতে বোমার বিস্ফোরণ ঘটায়। সেটা নিয়ে আবার সিনেমাও বানায়। নিজেদের শক্তি দেখায় সবাইকে। তারা ভিয়েতনামে কী করেছে? তারা সিনেমা দিয়ে প্রচার করে সারা বিশ্বকে বলে যে ‘আমাদের সেরা সেরা সেনাবাহিনী রয়েছে, আমরাই ভালো। ইতিহাসেও একই জিনিস আছে, কারণ তারাই আসলে ইতিহাস লিখেছেন।’

আলোচিত সিনেমা ‘স্বাধীন বীর সাভারকর’খ্যাত অভিনেতা আরও বলেন, ‘কিন্তু এটা সত্য নয়। এমনকি তারা বলে যে এলিয়েনরা সব সময় আমেরিকায় আসে। এলিয়েনরা কেবল আমেরিকাকে দেখতে পারে। তারা ওপেনহাইমার, ট্রুম্যানের মতো তাদের নায়কদের ওপর সিনেমা করে এবং বিশ্বকে তা দেখাতে চায়। অথচ রাজনৈতিক এজেন্ডা নিয়ে আমরা সব সময় আমাদের বীরদের হেয় করার চেষ্টা করি।’

সম্প্রতি রোগা-জীর্ণ শরীর, মাথায় টাক আর শরীরের হাড় গোনা যায় নিজের এমন একটি ছবি সামাজিকমাধ্যমে প্রকাশ্যে এনে হইচই ফেলে দিয়েছিলেন বলিউড অভিনেতা রণদীপ হুদা। সেই ছবি দেখে শিউরে উঠেছিল ভক্তরা। রণবীরের এই পরিবর্তন মূলত ‘স্বাধীন বীর সাভারকর’-এর জন্য। সিনেমাটিতে স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকরের চরিত্রে অভিনয় করেছেন রণদীপ। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি নির্মাণও করেছেন তিনি।

২২ মার্চ মুক্তি পাওয়া ‘স্বাধীন বীর সাভারকর’ ইতোমধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে। রণদীপ ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অঙ্কিতা লোখাণ্ডে, অমিত সিয়াল, রাকেশ চতুর্বেদী ও লোকেশ মিত্তল প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা