প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪ ১৬:৩৫ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৪ ১৬:৪৭ পিএম
লেখালেখি থেকেই সাংবাদিকতায় আসা। দুটোই যেন ধ্যান জ্ঞান এমি জান্নাতের। শুধু লেখালেখি নয়, বহুমুখী কাজের সঙ্গে যুক্ত তিনি। এবার নেমেছেন মিউজিক ভিডিও পরিচালনায়। নিজের লেখা গানের মিউজিক ভিডিওর পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি।
আসছে এমি জান্নাতের লেখা গান ‘মনের বারণ’-এর মিউজিক ভিডিও। গানটি সুর করেছেন এবং কণ্ঠ দিয়েছেন তানিম হায়াত খান রাজিত। এতে মডেল হিসেবেও রয়েছেন এমি।
প্রথমবার পরিচালনায় আসার অনুভূতি জানতে চাইলে এমি বলেন, ‘যেকোনো ভালো কিছুর শুরুর অনুভূতিটা সব সময় অন্যরকম হয়। সেক্ষেত্রে নিজের লেখা লিরিকে মিউজিক ভিডিও পরিচালনার অনুভূতিটাও সত্যিই অনেক আনন্দের। মডেল হিসেবে এর আগে কাজ করলেও গীতিকার হিসেবেও এটাই তার প্রথম কাজ। এমি বলেন, আরও কিছু লিরিক আছে। ইতিবাচক সাড়া পেলে সামনে সেগুলো নিয়ে কাজ করব আশা করি।’
গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে আরও আছেন আল-আমীন।
শিগগিরই গানটি প্রকাশ হবে কোনো ইউটিউব চ্যানেলে।